বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত

স্বদেশ ডেস্ক
  ২৩ নভেম্বর ২০২৪, ০০:০০
সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত

রাঙামাটির রাজস্থলী ও নরসিংদীর মনোহরদীতে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষের্ যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি জানান, যথাযোগ্য মর্যাদায় ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাঙামাটির কাপ্তাই অটল ছাপ্পান্ন আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার সিপাহি শহীদ আফজাল হলে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। কাপ্তাই অটল ছাপ্পান্ন সেনা জোন কমান্ডার লে. কর্নেল নুর উলস্নাহ জুয়েল এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন। আরও বক্তব্য রাখেন কাপ্তাই বিজিবি ৪১ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া।

এ সময় দেশের কল্যাণ ও সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি এবং স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসকারী সশস্ত্র বাহিনীর সশস্ত্র বাহিনীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি জানান, নরসিংদী জেলার মনোহরদীতে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দোয়া মাহফিল, আলোচনা সভা ও বর্ণাঢ্যর্ যালি অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে উপজেলা সংলগ্ন পুরাতন কোর্ট বিল্ডিং প্রাঙ্গণে মনোহরদী উপজেলা সশস্ত্র বাহিনী (অব.) কর্তৃক সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সি. ওয়ারেন্ট অফিসার মো. আনোয়ার হোসেন (অব.)। প্রধান অতিথি ছিলেন লে. কর্নেল প্রকৌশলী আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন সি. ওয়ারেন্ট অফিসার মো. শহিদুলস্নাহ (অব.), সি. ওয়ারেন্ট অফিসার নুরুল ইসলাম (অব.) প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ল্যান্স কর্পোরাল রফিকুল ইসলাম শামীম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে