ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ১৫ বাড়ি ও দোকান ভাঙচুর
প্রকাশ | ২৩ নভেম্বর ২০২৪, ০০:০০
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদরের নারিকেলবাড়িয়া বাজারে রাজনৈতিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। সেসময় মনির হোসেন, মুরাদ মিয়া, নার্গিস বেগম, তুষার মোলস্না, জিলস্নু কাজী, মুশারেফ মোলস্না, টোকন মোলস্নার বাড়িসহ উভয়পক্ষের অন্তত ১৫ বাড়ি-ঘর ও দোকান ভাঙচুর করা হয়েছে। শুক্রবার সকাল ও বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
ধাওয়া পাল্টাধাওয়ার এ ঘটনায় আহত হয়েছে ২ জন। এ সব ঘটনার পর এখনও নারিকেলবাড়িয়া বাজারের পাশে, বিভিন্ন বাড়ি ও রাস্তার পাশে ধারালো অস্ত্র নিয়ে অবস্থান করছে উপভয়পক্ষের নেতাকর্মীরা। ফলে যেকোনো সময় আবারো বড় সহিংসতার ঘটনা ঘটার শঙ্কা রয়েছে।
জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে জেলা বিএনপির সহ-সভাপতি সুবিদুর রহমান ও ঘোড়শাল ইউনিয়ন বিএনপির সভাপতি ইসাহাক আলী মোলস্নার সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিলো। গত ৫ আগস্টের পর এ বিরোধ আরও বেড় যায়।
বৃহস্পতিবার রাতে ইসাহাক আলীর লোকজন সুবিদুরের সমর্থকদের বাড়িতে হামলা চালায়। এরই জের ধরে শুক্রবার ভোরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের প্রস্তুতি নেয়, শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুলস্নাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
এদিকে ইসাহাক আলী মোলস্নার সমর্থক ক্ষতিগ্রস্ত একটি বাড়ির গৃহিণী নার্গিস বেগম বলেন, 'ছোট বাচ্চা নিয়ে ঘরে ঘুমিয়েছিলাম। ভোরে লোকজন এসে অতর্কিত ঘর ভাঙতে থাকে। অনেক আসবাবপত্র ভাঙচুর করে। আরও কয়েকজন প্রতিবেশীর ঘর ভাঙা হয়েছে।'