চাঁদপুরে ৯ কিশোর গ্যাং সদস্য আটক

প্রকাশ | ২৩ নভেম্বর ২০২৪, ০০:০০

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে ৯ কিশোরকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে থানার একটি চৌকস পুলিশ দল অভিযান চালিয়ে ৯ জন কিশোরগ্যাং সদস্যকে আটক করে থানায় নিয়ে আসে। এসব তথ্য নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহিউদ্দিন ফারুক। ওসি জানান, পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুরের দিক নির্দেশনায় হাজীগঞ্জ থানা পুলিশ পৌর এলাকার রেললাইন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করে। এর মধ্যে যাদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই তাদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হবে। আর অপরাধে জড়িত থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, এর আগে ১৯ নভেম্বর হাজীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৯ জন কিশোরগ্যাং সদস্যকে আটক করা হয়। কিশোর গ্যাং ও মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে হাজীগঞ্জ থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।