খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এবং জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া বলেছেন, গণমাধ্যমকর্মীরাই দেশ ও জাতির অন্যতম স্তম্ভ। দেশ ও জাতির কল্যাণ এবং মঙ্গলের স্বার্থে গণমাধ্যমকর্মীদের সত্যতা, নিষ্ঠতা ও দায়বদ্ধতার বিকল্প নেই। গণমাধ্যমকর্মীরা বস্তুনিষ্ঠতা ও সত্যনিষ্ঠতার মাধ্যমে সমাজ ও দেশের বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন ও বিবর্তণে ইতিবাচক ভূমিকা রাখতে পারেন। পাশাপাশি দেশের স্বীকৃত গণমাধ্যম প্রতিষ্ঠান ও গণমাধ্যমকর্মীদের লেখনির ক্ষেত্রে স্বাধীনতার বিকল্প নেই।
শুক্রবার ঐতিহ্যবাহী খাগড়াছড়ি প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সাধারণ সভা ও পার্বত্য অঞ্চলের গুণী সাংবাদিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় পাহাড়ের সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য রাঙামাটি পার্বত্য জেলার একে এম মকছুদ আহমেদ, খাগড়াছড়ির তরুণ কুমার ভট্টাচার্য ও বান্দরবানের বাদশা মিয়াকে গুণী সংবর্ধনা দেওয়া হয়।
সভায় খাগড়াছড়ি প্রেস ক্লাবের সহ-সভাপতি জহুরুল আলমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা শাখার আমীর সৈয়দ আব্দুল মোমেন, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জসীম উদ্দিন মজুমদার, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের প্রতিনিধি জাহিদ হাসান প্রমুখ।