বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

২ জেলায় সড়ক দুর্ঘটনায় তাবলিগ জামায়াতের আমিরসহ দুইজন নিহত

স্বদেশ ডেস্ক
  ২৩ নভেম্বর ২০২৪, ০০:০০
২ জেলায় সড়ক দুর্ঘটনায় তাবলিগ জামায়াতের আমিরসহ দুইজন নিহত
২ জেলায় সড়ক দুর্ঘটনায় তাবলিগ জামায়াতের আমিরসহ দুইজন নিহত

টাঙ্গাইলের সখীপুর ও হবিগঞ্জের নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় তাবলিগ জামায়াতের আমিরসহ দুইজন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে শাহ সুলতান ফাহাদ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদীঘি ইউনিয়নের কামালপুর ফকির মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহ সুলতান ফাহাদের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের কাজিরামপুর গ্রামে। এ বিষয়টি নিশ্চিত করে সাগরদিঘী তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক শহিদুল ইসলাম জানান, ঘাতক ট্রাকটি স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে। তবে গাড়ির চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, নবীগঞ্জ উপজেলার দাওয়াতে তাবলিগ জামায়াতের আমির শহরের বিশিষ্ট ব্যবসায়ী সাদিকুর রহমান সাদিক (৪৫) বৃহস্পতিবার রাতে হবিগঞ্জের দৌলতপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। স্থানীয় লোকজন সঙ্গে সঙ্গে জেলা সদর হবিগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানাজানি হলে মৃতের বাড়িসহ উপজেলার সর্বত্র শোকের ছায়া নেমে আসে। বিশেষ করে দাওয়াতে তাবলিগ জামায়াতের সাথীদের অশ্রম্ন ঝড়া কান্নায় এলাকার আলো বাতাস ভারী হয়ে ওঠে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে