বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

গাজীপুর ও পিরোজপুরে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

স্বদেশ ডেস্ক
  ২৩ নভেম্বর ২০২৪, ০০:০০
গাজীপুর ও পিরোজপুরে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
পিরোজপুরে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম -যাযাদি

গাজীপুর ও পিরোজপুরে জিয়া স্মৃতি ফুটবলটুর্নামেন্ট-২০২৪ উদ্বোধন করা হয়েছে। প্রতনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

স্টাফ রিপোর্টার, পিরোজপুর জানান, পিরোজপুরে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে জেলা স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম।

এতে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মেহেরাব হোসেন অপি, বরিশাল বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা।

কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বলেন, 'রাজশাহী বিভাগে উদ্বোধন করে পর্যায়ক্রমে ফরিদপুরে এবং পিরোজপুরে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হলো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা সারা বছরই ক্রিকেট ফুটবলসহ বিভিন্ন খেলা বিভাগীয় পর্যায়ে শুরু করেছি। এরপরে জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে চালু রাখব।'

জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ম্যাচে লাল ও সবুজ দুটি হলে বিভক্ত হয়ে খেলা অনুষ্ঠিত হবে।

গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর কলেজ মাঠে শুক্রবার বিকেলে জিয়া স্মৃতি ফুটবলটুর্নামেন্ট-২০২৪ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী দিনে গাইবান্ধা ফুটবল একাদশ ও পূর্ব ডগরি ফুটবল একাদশের মধ্যকার খেলাটি নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় ট্রাই ব্রেকারে নিষ্পত্তি করা হয়। এ সময় ডগরি ফুটবল একাদশ, গাইবান্ধা ফুটবল একাদশকে ৩-২ গোলে পরাজিত করেছে।

এর আগে পায়রা উড়িয়ে টুর্নামেন্ট উদ্বোধন করেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও মির্জাপুর ইউপির সাবেক চেয়ারম্যান ফজলুল হক মুসুলস্নী।

এতে সভাপতিত্ব করেন ভাওয়াল মির্জাপুর কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইকবাল হোসেন, সমাজসেবক জামাল উদ্দিন, মির্জাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সুলতান আহমেদ, মির্জাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিতালী আক্তার মিতু প্রমুখ।

টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রাজীব হোসেন জানান, আটটি ম্যাচে টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হবে। পরের খেলা ২৯ নভেম্বর একই মাঠে অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে