বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

বাধন হিজড়া সংঘের উদ্যোগে অ্যাডভোকেসি সভা

স্বদেশ ডেস্ক
  ২৩ নভেম্বর ২০২৪, ০০:০০
বাধন হিজড়া সংঘের উদ্যোগে অ্যাডভোকেসি সভা
ঢাকার কুর্মিটোলা হাসপাতালে অ্যাডভোকেসি সভায় উপস্থিত অতিথিরা -যাযাদি

হিজড়া কমিউনিটির বৈষম্য দূর করার লক্ষ্যে করণীয় পদক্ষেপ নিয়ে আলোকপাত করতে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বাধন হিজড়া সংঘের উদ্যোগে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অডিটোরিয়ামে এ অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সহকারী অধ্যাপক, চর্ম ও যৌন বিভাগের বিভাগীয় প্রধান ডা. ফারজানা সুলতানা নুরের সভাপতিত্বে বাধন হিজড়া সংঘের প্রোজেক্ট কো-অর্ডিনেটর মো. জহিরুল হক ভুইয়ার উপস্থিতিতে আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় হিজড়া কমিউনিটির বৈষম্য দূরীকরণে করণীয় পদক্ষেপ নিয়ে আলোকপাত করা হয়। এই জনগোষ্ঠী কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তাদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিতে আসলে তারা যাতে বঞ্চিত না হয়ে গুরুত্ব পায় তা আলোচনায় উঠে আসে।

সভায় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক, চিকিৎসক, সমাজসেবা অফিসার ও হিজড়া প্রতিনিধিরা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাড্ডা ডিআইসির ম্যানেজার আমিনুর রহমান মোল্যা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে