বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
চার জেলায় আরও আটক ৯

চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ ৩ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

স্বদেশ ডেস্ক
  ২৩ নভেম্বর ২০২৪, ০০:০০
চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ ৩ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার
চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ ৩ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

চট্টগ্রামের নগরে অভিযান চালিয়ে পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ তিন পেশাদার অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে ঝিনাইদহ, নারায়ণগঞ্জের আড়াইহাজার, পাবনার ঈশ্বরদী ও চট্টগ্রামের সীতাকুন্ড থেকে ৯ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের তথ্যে পাঠানো খবর-

চট্টগ্রাম বু্যরো জানায়, চট্টগ্রাম নগরে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি পিস্তল ও ম্যাগাজিন, সঙ্গে ৭ রাউন্ড গুলিসহ তিন পেশাদার অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার টেকবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হলো- মিদোক মারমা (৪২), উহলাঞো মারমা (৪০) ও মুইচিং মারমা (২৩)। শুক্রবার বিকাল সোয়া ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন।

ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহের কালীগঞ্জ পৌর শহরের আড়পাড়া এবং কাশিপুর মাঠপাড়ায় যৌথ বাহিনী ও পুলিশের পৃথক অভিযানে মাদকদ্রব্য ও অন্যান্য জিনিসসহ ৪ জনকে আটক করেছে। বৃহস্পতিবার বিকালে যৌথ বাহিনী ও পুলিশের যৌথ একটি দল মাদক কারবারি জাহাঙ্গীর হোসেনের আড়পাড়ার বাড়িতে অভিযান চালিয়ে তার বাড়িতে থাকা নারী দিপালী বেগম, চম্পা বেগম এবং ডলি বেগমকে আটক করে। একইদিন রাতে কালীগঞ্জ পৌরসভাধীন কাশিপুর মাঠপাড়ায় অভিযান চালিয়ে আনছার আলী নামে এক মাদক ব্যবসায়ীকে ১০৩ পিস ইয়ারবাসহ আটক করে। এসব ঘটনায় থানায় মাদক আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ ৬ কেজি গাঁজাসহ দুই মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তাদেরকে বৃহস্পতিবার সন্ধ্যায় বিশনন্দী ফেরিঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলো, ভৈরবের কালীপুর এলাকার বারেকের স্ত্রী পান্না বেগম (৫০)। বিবাড়িয়া জেলার আখাউড়া সদর এলাকার রহিচ আলীর স্ত্রী শামসুন্নাহার (২৮)। অপরদিকে বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ঢাকা টু বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের জালাকান্দি কবরস্থান এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে মো. আবুল কাশেম (৩৫) নামে এক কুখ্যাত ডাকাতকে একটি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ আটক করে থানায় সোপর্দ করেছে সেনাবাহিনীর একটি টিম।

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি জানান, ঈশ্বরদীতে যুবলীগ কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি মো. সজিব ওরফে কাল্টন সজিবকে গ্রপ্তার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে পাকশি পানির টাংকি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসামি মো. সজিব ওরফে কাল্টন সজিব পাকশি পানির ট্যাংকি মোড় এলাকার আবুল কাশেম ঘরামির ছেলে।

সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, সীতাকুন্ডে সাবেক উপজেলা চেয়ারম্যান আরিফুল আলম রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে চট্টগ্রামের ডাবলমুরিং থানা এলাকার একটি বাসা থেকে রাজুকে গ্রেপ্তার করা হয়। তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আরিফুল আলম। থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে