ঈদগাঁওতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃতু্য

চুনারুঘাটে জমির বিরোধ নিয়ে হামলায় একজন নিহত

প্রকাশ | ২৩ নভেম্বর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
হবিগঞ্জের চুনারুঘাটে জমির নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। অন্যদিকে, কক্সবাজারের ঈদগাঁওতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃতু্য হয়। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর- চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের চুনারুঘাটে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে রাজু মিয়া (৫০) নামে এক ব্যবসায়ী খুন হয়েছেন। গত বৃহস্পতিবার সকালে উপজেলার ভারতীয় সীমান্তবর্তী গ্রাম হাপটারহাওরে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, ওই গ্রামের রাজু মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে একই গ্রামের তার ভাতিজা তুতা মিয়ার ছেলে হাছন মিয়ার (৩৫) জমি নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে রাজুর বসতভিটায় হাছন মিয়া লোকজন নিয়ে হামলা চালান। হামলায় রাজু গুরুতর আহত হলে প্রথমে তাকে চুনারুঘাট স্বাস্থ্য কমপেস্নক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি দুপুরে মারা যান। চুনারুঘাট থানার ওসি (তদন্ত) কবির হোসেন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত চলছে। ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি জানান, কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুরে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতনামা বৃদ্ধের মৃতু্য হয়েছে। শুক্রবার সকাল ৮টায় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্যম নাপিতখালী সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) মেম্বার মো. আলী বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি নাপিতখালী অতিক্রম করার সময় তিনি ট্রেনে কাটা পড়েন। তবে তাৎক্ষণিক তার পরিচয় জানা যায়নি। ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মছিউর রহমান বলেন, এ ব্যাপারে এখনো কেউ থানায় অবহিত করেনি। রেললাইনে কোনো দুর্ঘটনা ঘটলে জিআরপি (রেলওয়ে পুলিশ) লাশ উদ্ধার করবে।