অন্তর্বর্তীকালীন সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন কোরআন-সুন্নাহর আলোকে দেশ গড়ার প্রত?্যয় ব?্যক্ত করে বলেন, সুন্নতকে অনুসরণ করে চললে কখনো পথভ্রষ্ট হবে না। দীর্ঘদিন পর ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। এর সুফল এখন সবাই ভোগ করছে। তাই সবাইকে হিংসা-প্রতিহিংসা, বিদ্বেষ, অহংকার এড়িয়ে সৎভাবে জীবন পরিচালনা করে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বানও জানান তিনি।
শুক্রবার চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চননগরে মুরাদাবাদ আজিজিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলার মুরাদাবাদ মাদ্রাসার দিনব?্যাপী বার্ষিক সভা মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মাদ্রাসার উপপরিচালক আব্দুর রহিমের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালক হাফেজ তাহের আজিজি। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার রাজিব হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা, আব্দুল মন্নান ওসমানী। উপস্থিত ছিলেন মাওলানা আমিনুল হক, মাওলানা এমদাদুলস্নাহ, মাওলানা হাফেজ মহিবুলস্নাহ।