সভা অনুষ্ঠিত
ম স্টাফ রিপোর্টার, মাদারীপুর
পদ্মা অববাহিকায় বন্যা পূর্বাভাস ভিত্তিক আগাম সারাদান কর্মসূচি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায়, মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে ও এসডিএস এর বাস্তবায়নে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার। সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া ফেরদাউস, এসডিএস এর মানবসম্পদ বিষয়ক পরিচালক অমলা দাস, এসআরএসপি প্রকল্প সমন্বয়কারী মো. মাকসুদুলস্নাহ প্রমুখ।
শিক্ষা উপকরণ বিতরণ
ম স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ করেছেন জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মঈনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ও টুঙ্গিপাড়া পৌরসভার প্রশাসক মো. গোলাম কবির, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম প্রমুখ।
শপথ গ্রহণ
ম গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) এর নবনির্বাচিত কার্যকরী পরিষদের নেতাদের শপথগ্রহণ করেছেন। বক্তব্য রাখেন ও শপথ পাঠ করান সংস্থার সভাপতি জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় সংস্থা মিলনায়তনে অনুষ্ঠানের শুরুতেই জুলাই-আগস্ট বিপস্নবের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি শাহজাহান খান আবু ও সাধারণ সম্পাদক অ্যাড. একেএম আবু হানিফ বেলাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি সাহিত্যিক সাংবাদিক অমিতাভ দাশ হিমুন।
লিফলেট বিতরণ
ম গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গৌরীপুরে বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। এ সময় নেতারা চরশ্রীরামপুর, গাজীপুর, কলতাপাড়া, রামগোপালপুর বাসস্ট্যান্ডে পথসভা ও লিফলেট বিতরণ করেন। এ সময় পাশে ছিলেন জেলা উত্তর যুবদলের সভাপতি শামছুল হক ভিপি শামছু, সাধারণ সম্পাদক রবিউল করিম বিপস্নব, সহ-সভাপতি জিয়া উদ্দিন ফকির, কাজী আব্দুলস্নাহ আল আমিন, সানোয়ার হোসেন খান, আনোয়ারুল ইসলাম কামাল, অ্যাডভোকেট আজিজুল হাই সোহাগ, মোস্তাফিজুর রহমান জুয়েল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ তৌফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক শাহীন ফরিদ, কেন্দ্রীয় মৎস্যজীবী দলের সদস্য জালাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম মিলন, রাইসুল ইসলাম রিশাদ প্রমুখ।
মতবিনিময় সভা
ম রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাটে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে প্রেস ক্লাব রাজারহাটের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নবাগত ইউএনও আল ইমরানকে ফুলেল শুভেচ্ছা দেন সাংবাদিকরা। এর আগে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাব রাজারহাটের সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, সহ-সভাপতি আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজুল ইসলাম লাভলু, কোষাধ্যক্ষ আশরাফুল আলম সাজু, এএস লিমন, শাহজাহান আলী, মোহাম্মদ আলী মন্ডল এটম ও মোস্তফা কামাল সদস্য প্রমুখ।
কর্মশালা অনুষ্ঠিত
ম কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাই চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের উদ্যোগে দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়নের উপর কর্মশালা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে হাসপাতালের ডা. মং স্টিফেন চৌধুরী স্টাফ ক্লাবে এর উদ্বোধন করেন চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং। প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ। কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমার সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ সংঘের পালক প্রধান রেভারেন্ড রোনাল্ড দিলীপ সরকার।
ষান্মাসিক সভা
ম পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
পত্নীতলায় উপজেলায় বিএমজেড ও নেটজ বাংলাদেশের সহযোগিতায় বেসরকারি এনজিও সংস্থা আশ্রয় এর এনসিওর প্রকল্পের উদ্যোগে উপজেলা ইডিসি কমিটি'র ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সভা কক্ষে সভায় উপজেলা শিক্ষা কর্মকর্তা তৃষিত কুমার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এটিএম জিলস্নুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, আশ্রয় এনসিওর প্রকল্পের উপজেলা ম্যানেজার তহমিনা খাতুন, এনসিওর প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক সেলিম উদ্দীন।
আইনশৃঙ্খলা সভা
ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভা কক্ষে সকালে ইউএনও মো. কালাম হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশন (ভূমি) সিনথিয়া হোসেন, ওসি মো. শাহাবুদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি এসএম রেজাউল ইসলাম রেজু, উপজেলা পলস্নী উন্নয়ন অফিসার মো. তোফাজ্জল হোসেন মীর, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন, খবিরুল ইসলাম, তোফাজ্জল হোসেন খান, সম্রাট হোসেন, মামনুর রশিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন অফিসার এসএম নাছির উদ্দিন।
বিদায় সংবর্ধনা
ম মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদী জেলার মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবা খানের বদলিজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্প্রতি কর্মকর্তা হিসেবে পদোন্নতি পেয়েছেন তিনি। গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে হাছিবা খানের পদোন্নতির বিষয়টি নিশ্চিত হয়েছেন বলে তিনি জানান। ২০২৩ সালের ১৩ ডিসেম্বর তিনি মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
সংবর্ধনা অনুষ্ঠান
ম নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুব খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিরুল হোসেন চকদার ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরী। পূর্বভাগ ইউনিয়ন বিএনপি আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির বিভিন্ন স্থরের নেতৃবৃন্দের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
কৃষি উপকরণ বিতরণ
ম রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির রাজস্থলী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরের রবি মৌসুমের প্রণোদনা কর্মসূচির উদ্বোধন ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহরিয়ার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আরাফাত হোসেন, সাংবাদিক আজগর আলী খান, উপসহকারী কৃষি কর্মকর্তা, নন্দীয় তনচংগ্যা, শাহাজান, জয়নাল, প্রম্নলু মারমা ও উপকারভোগী কৃষকরা।
সমন্বয় সভা
ম পোরশা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পোরশায় মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আদনান। অন্যদিকে, একই স্থানে আইনশৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস, কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক রেজা, প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, থানা অফিসার ইনচার্জ শাহীন রেজা, এলজিডি প্রকৌশলীসহ কর্মকর্তারা।
অবহিতকরণ সভা
ম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
অর্থনৈতিক শুমারি ২০২৪ উপলক্ষে দুর্গাপুর উপজেলা ও দুর্গাপুর পৌরসভার স্থায়ী শুমারি কমিটির এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তলে সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্থায়ী শুমারি কমিটির সভাপতি মো. নাভিদ রেজওয়ানুল কবীরের সভাপতিত্বে ও উপজেলা পরিসংখ্যান তদন্তকারী কর্মকর্তা উৎপল চন্দ্র সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, প্রেস ক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী, প্রাথমিক শিক্ষা অফিসার ফজলুর রহমান, দুর্গাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান হৃদয়।
শিশু দিবস পালিত
ম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে শিশুদের নিয়ে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব শিশু দিবস পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলার পালশা ইউনিয়নের গোপালপুর চার্চ অব দ্যা ন্যাজারিন ইন্টারন্যাশনাল মিশন হলরুমে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প গোপালপুর বিডি-২০২ এর আয়োজনে প্রকল্পের এলসিসি চেয়ারম্যান রেভা, প্রদীপ বেসরার সভাপতিত্বে ও সমাজকর্মী অনন্ত কর্মকারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প ব্যবস্থাপক মি. বিজয় হাসদাক। বক্তব্য রাখেন প্রকল্প শিশু শাওন মালো, রুপা টপ্য, বিধান মালো, পুর্ণিমা মিনজি। শেষে বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সভা অনুষ্ঠিত
ম নড়াইল প্রতিনিধি
নড়াইলে তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ বিনির্মাণ-বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শহরের আব্দুল হাই সিটি কলেজ নড়াইলের হলরুমে জেলা তথ্য অফিস নড়াইলের আয়োজনে সভায় সিটি কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান মলিস্নকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো. রুস্তম আলী ও ধারণাপত্র পাঠ করেন সিটি কলেজের বাংলা বিভাগের প্রভাষক শিল্পী সরকার। এ সময় সিটি কলেজের সহকারী অধ্যাপক মো. ইয়াকুব মোল্যার সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসকের কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর গালিব মাহমুদ পাশা।
প্রস্তুতি সভা
ম পিরোজপুর (ভান্ডারিয়া) প্রতিনিধি
আগামী ৭ ডিসেম্বর বরিশাল বিভাগীয় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কর্মিসমাবেশ সফল করার লক্ষ্যে পিরোজপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর জেলার বিএনপির দলিয় কার্যালয় ওলামা দল পিরোজপুরের সিনিয়র সদস্য মাওলানা কাজি অ্যাডভোকেট আব্দুল হান্নানের সভাপতিত্বে সভায় প্রধান অতাথি ছিলেন- জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, প্রধান বক্তা ছিলেন- বরিশাল বিভাগীয় সমন্বয়ক মাওলানা এবিএম রুহুল আমীন। বক্তব্য রাখেন- পিরোজপুর জেলা বিএনপির সদস্যসচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন রানা।
দুর্ধর্ষ চুরি
ম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার চার নম্বর-আটগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুন্নবী চৌধুরী জামান'র সেতাবগঞ্জ পৌরসভার রাইসমিলের বাসায় বৃহস্পতিবার গভীর রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ বিষয়ে বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হাসান জাহিদ সরকার বলেন, এ বিষয়ে আমাকে ফোনে জানানোর পর আমি তাৎক্ষণিক সেখানে আমার অফিসার পাঠিয়েছি। এখন পর্যন্ত থানায় মামলা কিংবা অভিযোগ হয়নি। মামলা দায়ের হলে তদন্তসাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হবে।
\হ
আইনশৃঙ্খলা সভা
ম বরুড়া (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার বরুড়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং-এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার ভূমি আহমেদ হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহিবুস সালাম খান, উপজেলা মহিলা-বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগম, বরুড়া থানা অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক। এ সময় বক্তব্য রাখেন- বরুড়া পলস্নীবিদু্যৎ সমিতির ডিজিএম মো. জালাল উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার মো. তরিকুল ইসলাম।
মতবিনিময় সভা
ম ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে সভায় উপজেলা নির্বাহী অফিসার মীর মো. আল কামাহ তমাল'র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- নবাগত দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম। এর আগে তিনি উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন। বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মশিউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সারোয়ার হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাহানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর আলম প্রমুখ।
বীজ বিতরণ
ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভাসহ ১১টি ইউনিয়নে হাইব্রিড বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি অফিস সংলগ্ন বীজ বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন- উপজেলা নির্বাহী অফিসার মো. ফারাশিদ বিন এনাম। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আশরাফুল আলম, কৃষি উদ্ভিদ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানসহ সব উপ-সহকারী কৃষি কর্মকর্তা।
বৃত্তি প্রদান
ম সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার সোনাতলায় শান্তি ফাউন্ডেশনের উদ্যোগে পৌর এলাকার কানুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে বিদ্যালয়কক্ষে বৃত্তি প্রদান-পূর্ব আলোচনা সভায় ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাঘাটা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করেন- ইসলামী ব্যাংক সোনাতলা শাখার ম্যানেজার মতিউর রহমান। আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন- প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইসমোতারা বেগম, সহকারী শিক্ষক তাহমিনা বেগম, এটিএম নাছের, শাপলা আক্তার, অবসরপ্রাপ্ত শিক্ষক শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন- অভিভাবক ও শিক্ষার্থীরা এবং সুধীজন।