বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে যুবকের মৃতু্য

যাযাদি ডেস্ক
  ২১ নভেম্বর ২০২৪, ০০:০০
ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে যুবকের মৃতু্য

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় ম্যানহোল পরিষ্কারের সময় অসুস্থ হয়ে অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবকের মৃতু্য হয়েছে। বুধবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল বিন মোজাম্মেল হক জানান, ভোরে কাজলা এলাকায় ম্যানহোল পরিষ্কার করছিলেন কয়েকজন যুবক। এ সময় ম্যানহোলের ভেতরে অসুস্থ হয়ে এক যুবকের মৃতু্য হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা মৃত অবস্থায় উদ্ধার করে ওই যুবককে।

তিনি আরও জানান, পুলিশের ধারণা, ম্যানহোলের ভেতরে গ্যাসে অসুস্থ হয়ে মারা গেছেন ওই যুবক। তবে ঘটনার পর তার সঙ্গে থাকা কাউকে পাওয়া যায়নি। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে