হাজারীবাগে যুবদল নেতা খুন

প্রকাশ | ২১ নভেম্বর ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
রাজধানীর হাজারীবাগে ছুরিকাঘাতে আহত সাবেক যুবদল নেতা জিয়াউর রহমান জিয়া (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি হাজারীবাগ ২২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। বুধবার ভোর পৌনে ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত ১৫ নভেম্বর বিকাল পৌনে ৫টার দিকে হাজারীবাগ এনায়েতগঞ্জ জামে মসজিদের সামনে আক্রমণের শিকার হন। রাজনৈতিক দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। জিয়ার বড় ভাই মো. সায়েম জানান, হাজারীবাগ ভাগলপুর লেনে তাদের স্থায়ী বাড়ি। অবিবাহিত ছিলেন জিয়া। দুই ভাই ও এক বোনের মধ্যে জিয়া ছিলেন মেজো। সায়েম আরও জানান, গত ১৫ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যায় হাজারীবাগ এনায়েতগঞ্জ মসজিদ থেকে মাগরিবের নামাজ পড়ে যখন জিয়া বের হন, তখন বিলস্নাল, রিপন, মাসুদসহ ৩০-৪০ জনের একটি দল তাকে এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানে অস্ত্রোপচারের পর আবার ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন বুধবার ভোরে তিনি মারা যান। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃতু্যর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। হাজারীবাগ থানার পুলিশ ঘটনার তদন্ত করছে।