বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ২১ নভেম্বর ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

ফুটবল প্রতিযোগিতা

ম ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি কলেজ ফুটবল মাঠে বুধবার বেলা সাড়ে ১০টার সময় আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২৪ উদ্বোধন করা হয়েছে। ভেড়ামারা সরকারি কলেজের সাত বিভাগসহ ১১ দল অংশগ্রহণ করেন। ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন ভেড়ামারা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুস সাত্তার। এ সময় উপস্থিত ছিলেন ভেড়ামারা সরকারি কলেজের সহকারী অধ্যাপক আসলাম উদ্দিন, ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েলসহ শিক্ষকমন্ডলীরা।

আলোচনা সভা

ম ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ইন্দুরকানীতে জুলাই-আগস্ট বিপস্নবে আহত ও শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান-বিন-মুহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিল্যান্ড এস এম আল-আমীন, ওসি মারুফ হোসেন, বাংলাদেশ জামায়াত ইসলামী উপজেলা আমির মাওলানা আলী হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ফরিদ হোসেন, সদস্য সচিব আলমগীর কবির মান্নু, কৃষি অফিসার কামরুন নেসা সুমি, প্রকৌশলী লায়লা মিথুন, প্রাথমিক শিক্ষা অফিসার আ. হাকিম, মাধ্যমিক শিক্ষা অফিসার মীর একে এম আবুল খায়ের, সহকারী প্রোগ্রামার চন্দন রায়, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী শিমুল বড়াল, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোহাগ হোসেন, প্রেস ক্লাব সভাপতি এইচ এম ফারুক হোসেন, রিপোর্টার্স ক্লাব সভাপতি গাজী আবুল কালামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা।

আর্থিক সহায়তা

ম ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের ইসলামপুর উপজেলা প্রশাসনের পক্ষে থেকে অসুস্থ শিশু লিমাকে (৬) চিকিৎস্বার্থে আর্থিক সহায়তা প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুর রহমান। মঙ্গলবার বিকালে তিনি তার কার্যালয়ে উপজেলার পৌর এলাকার ২নং ওয়ার্ডের বাসিন্দা অসুস্থ লিমার পিতা লিটন মিয়ার হাতে নগদ ১০ হাজার টাকা হাতে আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সাদিয়া আক্তার, ইসলামপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফিরোজ খান (লোহানী), প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন।

কমিটির সভা

ম কালিয়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ৪র্থ অর্থনৈতিক শুমারি ২০২৪ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুজ্জামানের সভাপতিত্বে উপজেলা শুমারি সমন্বয়কারী শামিম হোসেনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন কালিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মেহেদী হাসান, শুমারি উপজেলা কমিটির সদস্যরা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইভা মলিস্নকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা।

নগদ অর্থ বিতরণ

ম মনোহরগঞ্জ (কুমিলস্না) প্রতিনিধি

কুমিলস্নার মনোহরগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র পরিবারের মধ্যে টিন ও নগদ অর্থ বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। সোমবার উপজেলার দিশাবন্দের মাহফুজুর রহমান ও নাছিমা বেগম দম্পতির হাতে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ৪ বান টিন ও নগদ ৪ হাজার টাকা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।

ফুটবল টুর্নামেন্ট

ম বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিনে আন্তঃস্কুল বালিকা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বোরহানউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)-এর ক্রয়া প্রকল্পের আওতায় গ্রামীণ জনউন্নয়ন সংস্থা (জিজিইউএস) ওই প্রতিযোগিতার আয়োজন করে। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান-উজ্জামান। গ্রামীণ জনউন্নয়ন সংস্থা (জিজিইউএস)-এর অতিরিক্ত পরিচালক মো. মোস্তাফা কামালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মো. সিদ্দিকুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রেজাউল করিম প্রমুখ।

রিকশা-ভ্যান প্রদান

ম পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভিক্ষুক পুনর্বাসনে ৩ ভিক্ষুককে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওয়াতায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে তাদের এসব ভ্যান গাড়ি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম, ভোমরাদহ ইউপি চেয়ারম্যান হিটলার হক, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সহ-সভাপতি বুলবুল আহম্মেদ, সাংবাদিক নুরনবী রানা, সাইদুর রহমান মানিক, লিমন সরকারসহ অন্যান্যরা।

বীজ বিতরণ

ম স্টাফ রিপোর্টার, নীলফামারী

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারী এরিয়া অফিসের আয়োজনে বুধবার পারিবারিক পুষ্টি চাহিদা পূরণে জিংক সমৃদ্ধ ধান বীজ বিতরণ করা হয়েছে।

নীলফামারী এরিয়া প্রোগ্রাম অফিসের হল রুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্ম এলাকার ১৬ জন কৃষককে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণে জিংক সমৃদ্ধ ধান বীজ বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারী সদর অফিসের অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার বকুল ইসলাম। নীলফামারীর এরিয়া কো-অডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার অনুকুল চন্দ্র বর্মণের সভাপতিত্বে বক্তব্য রাখেন লাভলিহুড টেকনিকেল স্পেশালিস্ট সৈয়দ সাগির আহমেদ, প্রোগ্রাম অফিসার মৈত্রী স্স্নান, উপসহকারী কৃষি কর্মকর্তা আনারুল হক প্রমুখ।

টিসিবির পণ্য বিক্রয়

ম স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় ভর্তুকি মূল্যে নিম্ন আয়ের কার্ডধারী মানুষের নিকট নিত্যপ্রয়োজনীয় টিসিবির পণ্য বিক্রয় শুরু হয়েছে। বুধবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে এই বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার সিফাত মো. ইশতিয়াক ভূইয়া। প্রত্যেক কার্ডধারীকে ৬০ টাকা কেজি দরে ২ কেজি করে মশুর ডাল, ১০০ টাকা লিটার দরে ২ লিটার সয়াবিন তেল, ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল দেওয়া হয়। এ সময় সদর উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মশালা

ম কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ব্যায়োগ্যাস পস্ন্যান্টের ওপরে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জান্নাত। উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. ইমদাদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মো. মোরাদ আলী, অফিসার ইনচার্জ মুহাম্মদ শফিউদ্দীন খান, প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মনোয়ার মাহমুদ, কাশিয়ানী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নিজামুল আলম মোরাদ, প্রশিক্ষক সাইফুজ্জামান জুয়েল।

নবীনবরণ

ম লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

শিশু-কিশোরদের লেখাপড়ায় মনোযোগী করে গড়ে তুলতে মুন্সীগঞ্জের লৌহজংয়ে ইউনুস খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে মঙ্গলবার সকালে উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের শামুর বাড়ি এলাকায়, ইউনুস খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ফরিদুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. কায়েসুর রহমান, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ফাহাদ খান প্রমুখ।

বীজ বিতরণ

ম মনোহরগঞ্জ (কুমিলস্না) প্রতিনিধি

কুমিলস্নার মনোহরগঞ্জে আধুনিক ধান ও বীজ উৎপাদন কলাকৌশলের ওপর দিনব্যাপী এক কৃষক প্রশিক্ষণ ও হাইব্রিড বীজ বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কুমিলস্না আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন। প্রধান অতিথির বক্তব্য রাখেন বংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কুমিলস্না আঞ্চলিক কার্যালয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম। এ সময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কুমিলস্না আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মামুনুর রশিদ, একেএম সালাহউদ্দিন, বৈজ্ঞানিক কর্মকর্তা বিজয়া সাহা প্রমুখ।

দোয়া মাহফিল

ম শার্শা (যশোর) প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভু্যত্থানে বেনাপোলে নিহত শহীদ আব্দুলস্নাহ ও শহীদদের স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শার্শা উপজেলা অডিটরিয়াম সভাকক্ষে শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসানের সভাপতিত্বে প্রাধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন। বিশেষ অতিথি ছিলেন এসিল্যান্ড নুসরাত ইয়াসমিন, বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া, উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা। এ সয়ম উপস্থিত ছিলেন শহীদ আব্দুলস্নার পিতা আব্দুর জব্বার, উপজেলা বিএনপির আহ্বায়ক খাইরুজ্জামান মধু।

সভা অনুষ্ঠিত

ম তাহিরপুর (তাহিরপুর) সুনামগঞ্জ

তাহিরপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ইরার ওয়াই মুভস প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার তাহিরপুর উপজেলা সদর সিএনআরএস মিলনায়তনে হাজং কমিউনিটির মোড়ল দীলিপ হাজংয়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি শামস্‌ সাদাত মাহমুদ উলস্নাহ। বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আশীষ আচার্য্য, ইরা (পরিচালক কর্মসূচি) সুনামগঞ্জ কামরুজ্জামান কামরুল, ইউপি সদস্য সুষমা জাম্বিল প্রমুখ।

প্রীতি ক্রিকেট ম্যাচ

ম মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে বিচারক বনাম আইনজীবীদের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল তিনটায় আদালতের মাঠে প্রীতিম্যাচ উদ্বোধন করেন প্রধান অতিথি সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান। এ সময় উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবু্যনালের বিচারক ফাইজুন্নেছা, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন। আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসান মৃধার সার্বিক দায়িত্বে এ সময় ক্রিকেট ম্যাচটি উপভোগ করেন, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী কামরুল ইসলাম, যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক ফাহমিদা খাতুন, যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক ফেরদৌসী বেগম, সদর সিনিয়র সহকারী জজ দেবব্রত বিশ্বাস, টঙ্গিবাড়ী সিনিয়র সহকারী জজ অনামিকা চৌধুরী, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুলফিকার হোসাইন রনিসহ অনেকে।

আইনশৃঙ্খলা সভা

ম বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

বিশ্বম্ভরপুরে মাসিক আইনশৃঙ্খলা সভায় অবৈধভাবে বালু পাথর উত্তোলন, মাদক ও চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন জন ও গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাদাঘাট দক্ষিণ ইউপি চেয়ারম্যান মো. ছবাব মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফিজ শামসুল, মেরুয়াখোলা মমিনিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম প্রমুখ।

ইউএনও'র যোগদান

ম কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন জিসান বিন মাজেদ। মঙ্গলবার সকালে তিনি রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদানের পর একইদিন বিকাল ৩টায় তিনি কাপ্তাই উপজেলায় যোগদান করেন। বিসিএস (প্রশাসন) ৩৫ ব্যাচের এই কর্মকর্তা পূর্বতন ইউএনও মো. মহিউদ্দিনের স্থলাভিষিক্ত হলেন।

কমিটি গঠন

ম কটিয়াদী (কিশোরগঞ্জ)  প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা জামায়াতের ১৫ সদস্য বিশিষ্ট ২০২৫-২৬ সেশনের জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি নাজমুল ইসলাম ও সহকারী সেক্রেটারি কাজী সাইফুলস্নাহর উপস্থিতিতে উপজেলা জামায়াতের রুকনদের সরাসরি ভোটের মাধ্যমে অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদারকে আমিী নির্বাচিত করেন। মঙ্গলবার রাতে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে উপজেলা জামায়াতের অন্যান্য পদ ও মজলিশে সূরা সদস্যগণ হচ্ছেন উপজেলা জামায়াতের  নায়েবে আমির  ছাইদুল হক, সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, বায়তুল মাল সম্পাদক মাওলানা আব্দুল আওয়ালসহ অনেকে।

ডাস্টবিন বিতরণ

ম মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে পরিচ্ছন্নতা রক্ষায় পর্যায়ক্রমে প্রায় ৪ হাজার ডাস্টবিন বিতরণ করার কার্যক্রম শুরু করা হয়েছে। গত সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এই ডাস্টবিন বিতরণ কার্যক্রম শুরু করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক হাছিবা খান। এ সময় উপস্থিত ছিলেন চন্দনবাড়ি ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল আবু রায়হান ভূঁইয়া, সহকারী সমাজসেবা কর্মকর্তা আবু সুফিয়ান, মনোহরদী সরকারি কলেজের অধ্যাপক নজরুল ইসলাম খান, পৌর সচিব মো. ইসমাইল মিয়া প্রমুখ।

পুনর্নির্বাচিত আমির

ম পরশুরাম (ফেনী) প্রতিনিধি

ফেনীর পরশুরাম উপজেলা ও পৌরসভায় জামায়াতের আমিরের নাম ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার ফেনী জেলা মজলিসে শুরার বৈঠকে জেলা জামায়াতে ইসলামীর আমির মুফতি আবদুল হান্নান তাদের নাম ঘোষণা করেন। রুকনদের প্রত্যক্ষ ভোটে সর্বাধিক ভোট পেয়ে পরশুরাম উপজেলা আমির হয়েছেন মাওলানা আবদুল হালিম ও পৌর আমির হয়েছেন মো. মোস্তফা। তারা দুইজন পুনর্নির্বাচিত হয়েছেন। এর আগে ১৪ নভেম্বর আমির নির্বাচনে ভোট দেন রুকনরা। পরশুরাম পৌরসভার আমির মো. মোস্তফা সাংগঠনিক দায়িত্ব পালনকালে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

প্রদর্শনী অনুষ্ঠিত

ম তিতাস (কুমিলস্না) প্রতিনিধি

কুমিলস্নার তিতাসে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া মমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সাইফ আব্দুলস্নাহ মোস্তাফিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাকিল আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান ভূঁইয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমা আক্তার, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সিনিয়র সায়েন্টিফিক অফিসার মো. আজিজুল হক, সায়েন্টিফিক অফিসার তানভীর আহমেদ, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী সাদেক মোহাম্মদ জুনায়েদ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে