চট্টগ্রামে যৌথবাহিনীর অভিযানে মাদক ও অস্ত্র উদ্ধার
প্রকাশ | ২১ নভেম্বর ২০২৪, ০০:০০
চট্টগ্রাম বু্যরো
চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার সিআরবি এলাকায় একটি বস্তিতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় দুষ্কৃতিকারীদের ব্যবহৃত বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র, মাদকদ্রব্য, মোবাইল ফোন এবং নগদ প্রায় ১৫ লাখ টাকাসহ ৫ জনকে আটক করা হয়।
বুধবার ভোরে বয়লার কলোনির বস্তি ও ফলমন্ডি এলাকায় এই অভিযান চালানো হয়। যৌথ বাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মূলত মাদক সম্রাজ্ঞী ইদুকে ধরতে এ অভিযান চালানো হয়েছে। দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় নেতৃত্ব দিচ্ছেন এই নারী। অভিযানে তাকে বাসায় পাওয়া না গেলেও ঘর থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য। এ সময় ইদুর বোন হিরুনিসহ মোট ৫ জনকে আটক করা হয়।