চট্টগ্রাম পলিটেকনিকে ছাত্রাবাস খোলার দাবিতে বিক্ষোভ
প্রকাশ | ২১ নভেম্বর ২০২৪, ০০:০০
চট্টগ্রাম বু্যরো
চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের দু'টি ছাত্রাবাস খুলে দেওয়ার দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
বুধবার সকাল থেকে পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে। এর আগে মঙ্গলবার দুপুরে ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করার কথা থাকলেও তা করেননি কর্তৃপক্ষ, যার কারণে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে।
আল-আমিন নামের এক শিক্ষার্থী বলেন, 'আমাদের যৌক্তিক দাবি নিয়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি। আমাদের তালিকা প্রকাশ করলেই সরে যাব। যদি না দেন তাহলে আমাদের কর্মসূচি চলবে।'
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলার সহ-সমন্বয়ক ফাহিম হোসেন বলেন, 'ছাত্রাবাস খোলার সাধারণ শিক্ষার্থীদের যে নায্য দাবি তার সঙ্গে একাত্মতা রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের।'
চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উদ্দিন জানান, 'চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের দু'টি ছাত্রাবাস খুলে দেওয়ার বিষয়ে আমরা আবেদন পেয়েছি। কর্তৃপক্ষকে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে দ্রম্নত ব্যবস্থা নিতে অনুরোধ করেছি।'