বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

গোবিন্দগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় ২৯ জনের বিরুদ্ধে মামলা

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  ২১ নভেম্বর ২০২৪, ০০:০০
গোবিন্দগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় ২৯ জনের বিরুদ্ধে মামলা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুটি পয়েন্টের ২৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। উপজেলার সাপমারা ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা আবুল হোসেন বাদী হয়ে মামলাটি করেন। বালু উত্তোলনের পয়েন্ট দুটি হলো চকরহিমাপুর ও নরেঙ্গাবাদ মেরী।

গত মঙ্গলবার দুপুরে করা এ মামলার আসামিরা হলেন- সাপমারা ইউনিয়নের চক রহিমাপুর গ্রামের বাবু মিয়ার ছেলে মিঠু মিয়া (৩৫), মোস্তফার ছেলে তাহের হোসেন (২৪) ও আইযুব আলী (২২), নাইস হুজুর (৪৫), জামাল মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর (৪০), দুলা মিয়ার ছেলে মো. লিটন (৩৫), দুলা মিয়ার ছেলে শিপন মিয়া (৩০), সাদেকের ছেলে খোকন বাবু (৩৬), বজলুলের ছেলে মহিদুল (৩০) ও মো. শহিদুল (৩৫), তাজেলের ছেলে শামীম (৩৩), অজ্ঞাতনামা ব্যক্তির ছেলে শফি (৩০), রঞ্জু (৩২), আবুল হোসেনের ছেলে সোহেল (৩৩), অজ্ঞাতনামার ছেলে আয়তাল (৩৮), ছেলে মোস্তফা (৪৪), অজ্ঞাতনামার ছেলে দুদু মিয়া (৩৬), সামাদ আলীর ছেলে সাদ্দাম (২৫)সহ অনেকে।

মামলায় উলেস্নখ করা হয় আসামিরা দীর্ঘদিন ধরে দেশের প্রচলিত ভূমি আইন লঙ্ঘন করে করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এদের কারও কারও নামে গোবিন্দগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। তারপরে আসামিরা অবৈধভাবে ড্রেজারসহ অন্যান্য মেশিন ব্যবহার করে করতোয়া নদী থেকে বালু উত্তোলন অব্যাহত রাখে। এতে নদী পারের ফসলি জমি, বাড়ি, রাস্তা-ঘাট, সরকারি স্থাপনা নদীগর্ভে বিলীন হচ্ছে।

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে