ফ্যাসিবাদী ও স্বৈরাচারী পতিত সরকারের সন্ত্রাসীরা এখনো নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম মহানগর আমির ও সাবেক সংসদীয় দলের হুইপ শাহজাহান চৌধুরী।
গত মঙ্গলবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর আয়োজিত থানা প্রতিনিধিদের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শাহজাহান চৌধুরী বলেন, চট্টগ্রামের আন্দরকিলস্না হাজারীগলিতে দেশের নিরাপত্তার প্রতীক দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যদের ওপর এসিড সন্ত্রাস চালিয়ে আহত করা শুধু দুঃখজনক নয়, নিরাপত্তার জন্য হুমকিসরূপ। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও দেশের স্থিতিশীল পরিবেশ রক্ষা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করার আহ্বান জানান।
চট্টগ্রাম নগরীর দেওয়ানবাজারস্থ মহানগরী জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়েবে আমির ড. আ জ ম ওবায়েদুলস্নাহ ও নজরুল ইসলাম, চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার, মুহাম্মদ উলস্নাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী প্রমুখ।