বাঁশখালীতে ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত করতে ছাত্র-জনতার পক্ষ থেকে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। একই সঙ্গে মঙ্গলবার বিকালে উপজেলা ভূমি অফিসের সামনে এক সংবাদ সম্মেলন আয়োজন করে তারা। এতে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জসীম উদ্দীন স্মারকলিপি গ্রহণ করেন এবং দাবিগুলো বাস্তবায়নে দ্রম্নত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
সংবাদ সম্মেলনে ছাত্র প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন আহ্বায়ক তাওহিদুল ইসলাম, সদস্য-সচিব এমদাদ উলস্নাহ, আব্বাস খান, এম.এ. হান্নান ও এ কে আর তালেব। এছাড়া উপস্থিত ছিলেন এ. রহিম উলস্নাহ, মাহমুদুল হাসান ত্বকী, মো. জাবেদ, তুহিন চৌধুরী, রাশেদুল ইসলাম, আশরাফুল ইসলাম, মোহাম্মদ সিরাজ ও ফরহাদ হোসেনসহ আরও অনেকে।
বক্তারা বলেন, বাঁশখালী ভূমি অফিসের দুর্নীতি দূর করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। তারা পাঁচটি দাবির ভিত্তিতে সেবার মানোন্নয়ন এবং দুর্নীতি নির্মূলের দাবি জানিয়েছেন।