পাবনার সাঁথিয়ায় অগ্নিনির্বাপক যন্ত্র বিস্ফোরণে এক ফায়ার সার্ভিসের গাড়িচালক নিহত হয়েছেন। এদিকে গোপালগঞ্জে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যান, বাগেরহাটের ফকিরহাটে আত্মহত্যায় নারী ও ঝালকাঠির রাজাপুরে বিদু্যতায়িত হয়ে যুবকের মৃতু্য হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
পাবনা প্রতিনিধি জানান, পাবনার সাঁথিয়ায় অগ্নিনির্বাপক যন্ত্র রিফিল করার সময় বিস্ফোরণে এক ফায়ার সার্ভিসের গাড়িচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। গত মঙ্গলবার রাতে উপজেলার কাশিনাথপুর বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রাজ্জাক (৩৫) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী শেলা চাপড়ি গ্রামের সালাম মোলস্নার ছেলে। তিনি কাশিনাথপুর ফায়ার সার্ভিস স্টেশনের গাড়িচালক ছিলেন। ২০২২ সালে ৩০ জানুয়ারি কাশিনাথপুরে যোগদান করেন।
আহত জব্বার আলীর (২৫) বাড়ি নীলফামারী জেলায়। তিনি কাশিনাথপুর ফায়ার সার্ভিস স্টেশনে বাবুর্চি হিসেবে কাজ করেন।
কাশিনাথপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপাপ্ত কর্মকর্তা লিডার আহসান আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বাবুর্চি জব্বারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল গাড়িচালক আব্দুর রাজ্জাকের। রাতে মোটর সাইকেলে আব্দুর রাজ্জাককে নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে যান জব্বার। সেখানে অগ্নিনির্বাপক যন্ত্র রিফিল করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এ সময় দুইজনই গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক গাড়িচালক রাজ্জাককে মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জে বিদ্যুৎ লাইনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে আজাহারুল ইসলাম (৩০) নামে এক লাইনম্যান নিহত হয়েছেন। নিহত ওই লাইন ম্যানের বাড়ি খুলনার ডুমুরিয়া এলাকায়। বুধবার সদর উপজেলার ডুমদিয়া নামক স্থানে পলস্নী বিদ্যুতের লাইনে কাজ করার সময় হঠাৎ বিদু্যৎ চালু হলে ওই লাইনম্যান বিদ্যুতায়িত হয়ে সারা শরীর পুড়ে যায়। তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি জানান, বাগেরহাটের ফকিরহাটে উপজেলার লখপুর এলাকা থেকে মমতাজ বেগম (২৬) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে। নিহত মমতাজ বেগম উপজেলার লখপুর এলাকার মোহম্মদ আলীর স্ত্রী।
পুলিশ জানায়, মমতাজ বেগমের স্বামী ঢাকাস্থ একটি কোম্পানিতে চাকরি করেন। মমতাজ দুই ছেলে ও শাশুড়িকে নিয়ে লখপুর বাড়িতে থাকেন। বুধবার সকালে বড় ছেলে স্কুলে যায় এবং ছোট ছেলেকে নিয়ে শাশুড়ি মাদ্রাসায় যান। দুপুরে বড় ছেলে স্কুল থেকে এসে ঘরে ঢুকে দেখেন তার মা সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পঁ্যাচিয়ে ফাঁস লাগানো মৃত অবস্থায় ঝুলে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করেছে।
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি জানান, ঝালকাঠির রাজাপুরে মাছ ধরতে গিয়ে বিদু্যতায়িত হয়ে এক যুবকের মৃতু্য হয়েছে। বুধবার সকালে উপজেলার নারিকেলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মাহফুজ মোলস্না (২৫)। তিনি উপজেলা শুক্তগড় এলাকার লিয়াকত আলী মোলস্নার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে নারিকেলবাড়িয়া এলাকার লাবু মোলস্নার বাড়ির পুকুরে পানি সেচ দিয়ে মাছ ধরতে যান মাহফুজ। শরীর ভেজা অবস্থায় মাহফুজ বৈদু্যতিক মটারে বিদু্যৎ সংযোগ দিতে যান। এ সময় মাহফুজ বিদু্যতায়িত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।