বিভিন্ন দাবিতে চার জেলায় বিক্ষোভ মিছিল

জাফরপুর রেল স্টেশনে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন

প্রকাশ | ২১ নভেম্বর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
জয়পুরহাটের আক্কেলপুরে জাফরপুর রেলস্টেশনে দুটি ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী -যাযাদি
জয়পুরহাটের আক্কেলপুরের জাফরপুর রেল স্টেশনে দু'টি ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। এছাড়াও গাইবান্ধা, পাবনার ভাঙ্গুড়া, বাগেরহাটের কচুয়া এবং খুলনার পাইকগাছায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা, বিএনপি এবং এলাকাবাসী। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি জানান, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের জাফরপুর রেল স্টেশনে রাজশাহী-চিলাহাটিগামী বরেন্দ্র ও তিতুমীর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার সকালে জাফরপুর রেল স্টেশনে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির জলবায়ুবিষয়ক সম্পাদক লায়ন সিরাজুল ইসলাম বিদু্যৎ। এ সময় উপস্থিত ছিলেন সোনামুখী ইউনিয়নের চেয়ারম্যান ডি.এম রাহেল ইমাম, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি রায়হান খাঁন, সাবেক ইউপি সদস্য আব্দুল মজিদ আবুল প্রমুখ। গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিশুবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তফা কামাল সুমনের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বুধবার দুপুরে গোবিন্দগঞ্জ-বিশুবাড়ী সড়কের বিশুবাড়ী বাজার এলাকায় মানববন্ধনে বক্তব্য রাখেন নাছরীন নাহার, শিক্ষার্থী লোহিন মিয়া, আমিনুর ইসলাম, মারফ মিয়া, রিয়াদ হোসেন, মিরাতুল ইসলাম প্রমুখ। ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি জানান, পাবনার ভাঙ্গুড়ায় সদ্য প্রকাশিত উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল করেছে উপজেলা বিএনপি। গত মঙ্গলবার বাদ আসর পৌর শহরের শরৎনগর বাজারের দলীয় কার্যালয় চত্বরে পৌর বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল হকের সভাপতিত্বে এবং পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান রিপনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন রাজু, সাবেক ভিপি, বিএনপির নেতা ফিরোজ আহমেদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম নূর প্রমুখ। কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি জানান, মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শর্মী রায়কে কচুয়ায় বদলির আদেশের প্রতিবাদে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছেন ছাত্র-জনতা ও এলাকাবাসী। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা বিএনপির নেতা শেখ শহিদুল ইসলাম, কচুয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি জানান, খুলনার পাইকগাছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভৈরবী রানী মন্ডলের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বুধবার সকালে ইউএনও মাহেরা নাজনীন ও ওসি সবজেল হোসেন উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে এসে তাদের বক্তব্য অভিযোগ শিক্ষার্থী ফারহানা ইসলাম রিতু, অভিভাবক সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ ও শিক্ষকদের মধ্যে সিনিয়র শিক্ষক আব্দুল ওয়াহাব সার্বিক পরিস্থিতি তুলে ধরেন এবং সব সমস্যার কথা শুনে ইউএনও সমাধান দেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।