পাবনার ভাঙ্গুড়া প্রেস ক্লাবের অবৈধ পকেট কমিটি বাতিলের দাবিতে ইউএনও'র মাধ্যমে জেলা প্রশাসককে স্মারকলিপি দেন সাংবাদিকরা -যাযাদি
পাবনার ভাঙ্গুড়া প্রেস ক্লাবের অবৈধ পকেট কমিটি বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে স্মারক লিপি প্রদান করা হয়েছে।
গত মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভাঙ্গুড়া প্রেস ক্লাবের ৬ জন যুগ্ম আহ্বায়কসহ ১২ জন সদস্য স্বাক্ষরিত একটি স্মারকলিপি প্রদান করেন সাংবাদিক নেতারা।
জানা যায়, ভাঙ্গুড়া উপজেলায় কর্মরত সংবাদকর্মীদের একত্রিত করে একটি বৈষম্যহীন প্রেস ক্লাবের কমিটির গঠনে গত ১৭ আগস্ট অনুষ্ঠিত সভায় ১১ সদস্য বিশিষ্ট 'ভাঙ্গুড়া প্রেস ক্লাব' আহ্বায়ক কমিটি গঠন হয়। আহ্বায়ক কমিটি সিদ্ধান্ত অনুযায়ী গত ১১ নভেম্বর পর্যন্ত সদস্য নবায়ন ও নতুন সদস্য ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া হয়। মাহবুব উল আলম বাবলু আহ্বায়ক হবার পর থেকে প্রেস ক্লাবের গঠনতন্ত্র পরিপন্থি ও স্বেচ্ছাচারিতা মাধ্যমে মিটিং-সভা করেন। আহ্বায়ক কমিটির মিটিংয়ে সব সদস্যকে না জানিয়ে তার আজ্ঞাবাহ পাঁচ-ছয় জন সদস্যকে নিয়ে সব সিদ্ধান্ত কার্যকর করেন।
ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন, 'দীর্ঘদিন ধরে এ রকম চলে আসছে। বিষয়টি আমি দেখছি। আপনারা পাবনা প্রেস ক্লাবকেও বিষয়টি অবগত করেন।'