বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

নান্দাইলে সাবেক উপজেলা চেয়ারম্যান ও মেয়রসহ সাতজন গ্রেপ্তার

স্বদেশ ডেস্ক
  ২১ নভেম্বর ২০২৪, ০০:০০
নান্দাইলে সাবেক উপজেলা চেয়ারম্যান ও মেয়রসহ সাতজন গ্রেপ্তার
চার জেলায় আরও ৬ জন আটক

ময়মনসিংহের নান্দাইলে সাবেক উপজেলা চেয়ারম্যান ও মেয়রসহ ৭ জনকে গ্রেপ্তার করেছেন যৌথবাহিনী। অপরদিকে বিভিন্ন অপরাধে মেহেরপুর-মুজিবনগর, রাঙামাটির কাপ্তাই, ফরিদপুরের সালথা ও হবিগঞ্জের লাখাই থেকে ছয়জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের নান্দাইল উপজেলায় গত মঙ্গলবার গভীর রাতে যৌথ বাহিনী ও পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান, নান্দাইল পৌর সভার সাবেক মেয়রসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তাররা হলেন- সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহান, পৌরসভার সাবেক মেয়র মো. রফিক উদ্দিন ভূইয়া, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার হাসান জনি, পৌর আওয়ামী লীগ নেতা চান মিয়া, যুবলীগ নেতা জহিরুল ইসলাম ভূইয়া, মো. নাঈম মিয়া, আনিস খান। ভাঙচুর মামলায় তাদের আটক করা হয়েছে।

মুজিবনগর ও মেহেরপুর প্রতিনিধি জানান, মেহেরপুর মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামে একটি পান বরজে অভিযান চালিয়ে ময়েন উদ্দীন (৩৩) নামের এক সন্ত্রাসীকে দেশে তৈরি একটি একনলা বন্দুক ও ২ রাউন্ড গুলিসহ আটক করেছে সেনাবাহিনী। বুধবার মধ্যরাতে ময়েন উদ্দীনকে তার বাড়িতে অভিযান চালিয়ে আটক করে। ময়েন উদ্দীন মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের পশ্চিমপাড়া এলাকার জমির উদ্দীনের ছেলে।

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি জানান, রাঙামাটির কাপ্তাই থানা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ মো. জাকির হাসান নামে এক যুবককে আটক করা হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টায় কাপ্তাই সড়কের বারঘোনিয়া রেশম বাগান পুলিশ চেকপোস্টের সামনে থেকে গাঁজাসহ তাকে আটক করা হয়। তিনি কুমিলস্না জেলার চৌদ্দগ্রাম উপজেলার প্রতাপপুর এলাকার বাসিন্দা।

সালথা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের সালথা উপজেলার ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে সাংবাদিকদের লাঞ্ছিত করার ঘটনায় সাদ্দাম হোসেন (৩৪) নামের ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে ফুলবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় আবু কালাম মাতুব্বরের ছেলে সাদ্দাম হোসেন।

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের লাখাই উপজেলার বুলস্নাবাজাের অদূরে হবিগঞ্জ লাখাই সড়ক এলাকা থেকে ১ কেজি গাজাসহ পিতা ও পুত্রসহ ৩ জনকে আটক করেছে লাখাই থানা পুলিশ। বুধবার সকালে তাদের আটক করা হয়। আটক হলো- পিতাপুত্র মাধবপুরের ব্রাহ্মণডোরা ৬নং ওয়ার্ড মো. রফিক মিয়া (৫০) মো. জহুরুল ইসলাম (২২) অপর ব্যক্তি উপজেলার সিংহগ্রামের মৃতু্য সমুজ আলীর ছেলে মো. গোলাম হোসেন (৬০)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে