দুই জেলায় ১৫ দোকানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়
প্রকাশ | ২১ নভেম্বর ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
টাঙ্গাইলের ঘাটাইল ও বরগুনার তালতলীতে অবৈধ দোকান উচ্ছেদ এবং ১৫ দোকানে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি জনান, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রাস্তার দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ এবং খাবারের দোকানে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে পৌর এলাকার কলেজ মোড় থেকে পুরাতন বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তার দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করেন এসিল্যান্ড কিশোর কুমার দাস। তিনি জানান, রাস্তার দুই পাশে অবৈধ দোকান তুলে নেওয়ার জন্য উপজেলা প্রশাসন এবং পৌরসভা থেকে মাইকে ঘোষণা করা হয়। সরকারি নোটিশ না মানার জন্য লোকনাথ মিষ্টান্ন ভান্ডারকে ১২ হাজার, বিউটি ইলেকট্রনিক হাউজকে ৪০০০ হাজার, মির্জা ইলেক্ট্রনিককে ৪ হাজার, মেসার্স রহমান ট্রেডার্সকে ২ হাজার, সামিরা ইলেকট্রনিককে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
তালতলী (বরগুনা) প্রতিনিধি জানান, বরগুনার তালতলীতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকালে উপজেলার তিনটি বাজারে এ অভিযান পরিচালনা করেন ইউএনও উম্মে সালমা। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার তালতলী বাজার, ফকিরহাট বাজার ও পচাঁকোড়ালিয় বাজারে অভিযানকালে বিভিন্ন দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অবৈধ পলিথিন মজুদ রাখা ও অতিরিক্ত দামে পণ্য বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ ও পরিবেশ আইনে ১০টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।