বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

'কক্সবাজারে বাল্যবিয়ের হার কমাতে সম্মিলিত উদ্যোগ দরকার'

কক্সবাজার প্রতিনিধি
  ২১ নভেম্বর ২০২৪, ০০:০০
'কক্সবাজারে বাল্যবিয়ের হার কমাতে সম্মিলিত উদ্যোগ দরকার'
কক্সবাজারে 'চাইল্ড সেইফটি নেট প্রজেক্ট'র অবহিতকরণ সভায় জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্‌উদ্দিনসহ অতিথিরা -যাযাদি

কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্‌উদ্দিন বলেছেন, কক্সবাজার জেলায় বাল্যবিয়ে বৃদ্ধির বিষয়টি একটি গভীর সামাজিক সমস্যা। এই প্রবণতা সাধারণত অর্থনৈতিক অসচ্ছলতা, শিক্ষার অভাব, সামাজিক চাপ এবং সচেতনতার ঘাটতির কারণে বাড়তে পারে। তবে বাল্য বিয়ের হার কমাতে সরকার, সমাজ এবং বিভিন্ন এনজিও'র সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা হলে এই হার কমে যাবে।'

বুধবার কক্সবাজার শহরের একটি হোটেলে ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ আয়োজিত 'চাইল্ড সেইফটি নেট প্রজেক্ট'র অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভার শুরুতে ওয়ার্ল্ড ভিশন প্রজেক্ট ম্যানেজার রোনাল প্রবীর চিষিক ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, চাইল্ড সেইফটি নেট প্রজেক্ট, প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন। সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার উপজেলা নির্বাহী অফিসার, নীলুফা ইয়াসমিন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, জেলা শিক্ষ অফিসার নাছিরউদ্দিন, উপপরিচালক মহিলা বিষয়ক কর্মকর্তা সুব্রত বিশ্বাস, উপজেলা কো-অর্ডিনেটর শ্যামল ফান্সিস রোজারি, মবিলাইজেশন এন্ড সিস্টেম অফিসার লিমা মেরী রোজারিও। উপস্থাপনায় ছিলেন সিপিও জেসি কোর্ডিনেটর শাহনাজ পারভিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে