বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি একাডেমিক্স কর্তৃক আয়োজিত 'সফল বিশ্ববিদ্যালয় গবেষকদের জন্য গবেষণা ইকোসিস্টেম' এর ওপর পেপার উপস্থাপন করেছেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য ইমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান। জুম কনফারেন্সের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ বিষয়ে আয়োজনের জন্য এইউবি উপাচার্য বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি একাডেমিক্সের (বিএসপিইউএ) প্রেসিডেন্ট অধ্যাপক ফরিদ সোবহানীকে ধন্যবাদ জানান।
এইউবি উপাচার্যের প্রেজেন্টেশন সম্পর্কে গ্রিন ইউনিভার্সিটির প্রাক্তন উপাচার্য প্রফেসর গোলাম সামদানী ফকির বলেন, 'খুব তথ্যপূর্ণ এবং অন্তর্দৃষ্টিপূর্ণ উপস্থাপনা করার জন্য প্রফেসর খানকে অভিনন্দন। আপনি একটি একাডেমিক ইনস্টিটিউটের গবেষণা বাস্তুতন্ত্রের সব প্রাসঙ্গিক দিক কভার করেছেন'।
বিএসপিইউ'র সভাপতি অধ্যাপক ফরিদ সোবহানী বলেন, 'আপনার অন্তর্দৃষ্টিপূর্ণ উপস্থাপনাটি সত্যিই প্রশংসনীয় ছিল। অধিবেশনের পর অংশগ্রহণকারীদের সঙ্গে আমি এটি নিয়ে আলোচনা করার সুযোগ পেয়েছি এবং তারা আপনার শেয়ার করা জ্ঞানের গভীরতা এবং ব্যবহারিক দিকনির্দেশনার জন্য তাদের গভীর প্রশংসা প্রকাশ করেছে। অধিবেশনটি তাদের বোঝাপড়াকে সমৃদ্ধ করেছে এবং গবেষণায় উৎকর্ষের জন্য প্রচেষ্টা করতে অনুপ্রাণিত করেছে। সংবাদ বিজ্ঞপ্তি