সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২০ নভেম্বর ২০২৪, ০০:০০

প্রতিনিধি
সার বিতরণ ম আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি কৃষিতে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চলতি মৌসুমে আটঘরিয়ায় প্রায় ৭ হাজার প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন জাতের বীজ ও সার বিতরণ করা হয়েছে। এখানকার উপজেলা কৃষি কর্মকর্তা সজিব আল মারুফ জানান, এ বছর আটঘরিয়া উপজেলার ৫ ইউনিয়ন ও ১ পৌরসভার ৬,৯৬০ জন প্রান্তিক কৃষকের মধ্যে ইতিমধ্যেই সরিষা, গম, মসুর, খেসারি, শীতকালীন পেঁয়াজ, ভুট্টা ও অড়হর ফসলের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। চক্ষুশিবির অনুষ্ঠিত ম দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি দুপচাঁচিয়ার তালোড়ায় চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে। রুহুল ইসলাম ফাউন্ডেশন ঢাকার উদ্যোগে ও মিশন হাসপাতাল বগুড়ার পরিচালনায় এবং সমাজসেবক আলহাজ নবিউল ইসলাম নয়নের সার্বিক সহযোগিতায় মঙ্গলবার সকালে তালোড়া পৌরসভার হলরুমে চক্ষুশিবিরের উদ্বোধন করেন প্রধান অতিথি পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোশারফ হোসেন মুন্সি সেলিম। এ সময় উপস্থিত ছিলেন তালোড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি রমজান আলী রুনু, ব্যবসায়ী আব্দুল কাদের চৌধুরী, কবির চৌধুরীসহ মেহেদী হাসান চৌধুরী, ইসমাইল চৌধুরী, আতিকুর রহমান শিমু প্রমুখ। ধান বিতরণ ম ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি বাগেরহাটের ফকিরহাটে ২০২৪-২০২৫ অর্থবছরে কৃষকের মধ্যে রবি মৌসুমে বোরো ধান (হাইব্রিড জাত) বীজ সহায়তা বাবদ ৫৪০০ কৃষান-কৃষানিদের মধ্যে বিনামূল্যে হাইব্রিড ধান বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষকের হাতে ধানের বীজ তুলে দেন সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন। উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুসরত জাহানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. জাহিদুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা জ্যোতিকনা দাস। বিদায় সংবর্ধনা ম গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের উত্তর জনপদের ঐতিহ্যবাহী নারী বিদ্যাপীঠ গৌরীপুর মহিলা ডিগ্রি (অনার্স) কলেজের উদ্যোগে একাদশ শ্রেণি ও অনার্স ১ম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ এবং অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কলেজ মাঠে অনুষ্ঠানে সভাপতিত্বে করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মনিরুল ইসলাম। প্রভাষক সেলিম আল রাজ ও প্রভাষক মোহাম্মদ শাজাহান সিরাজের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন অনুষ্ঠানে প্রধান অতিথি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি তানজীন চৌধুরী লিলি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল হামিদ, অ্যাডভোকেট আব্দুস সোবহান সুলতান প্রমুখ। সমন্বয় সভা ম কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালিয়াকৈরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসন উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমান, লাইভ স্টক অফিসার ডা. লুৎফর রহমান, থানার ওসি (অপারেশন) মো. যোবায়ের আহমেদ, উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের কর্মকর্তা ডা. লুৎফর রহমান, কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা মনিরুল করিম, সূত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান সোলায়মানসহ অন্যান্যরা। উপহারসামগ্রী বিতরণ ম কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি সাতক্ষীরার কলারোয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় ও বিভিন্ন উপহারসামগ্রী বিতরণ করেছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি দল। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করেন। সভায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সাফি ইসলাম, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুছা কারিম, কলারোয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহজালাল আহমেদ সাজু, সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন, সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ওমর ফারুক সুজন, সদস্য সচিব কাইফুর রহমান সৈকত, ছাত্রদল নেতা আকিবুর রহমান আকিব, পৌর ছাত্রদলের আহ্বায়ক শুভ রাসেল, সদস্য সচিব জিএম সোহেল। মতবিনিময় সভা ম রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা পর্যায়ে কর্মকর্তারা ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো. হুমায়ুন কবির। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতারা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নগদ অর্থ প্রদান ম নড়াইল প্রতিনিধি নড়াইল সদর উপজেলায় ৭ হাজার ৫শ কৃষকের মধ্যে উন্নতজাতের হাইব্রিড ধানের বীজ ও ৮০০ জনের মধ্যে নগদ অর্থ প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অফিস চত্বরে উপজেলা কৃষি অফিসার রোকনুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার উপসহকারী কৃষি কর্মকর্তা সুবীর দেব, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. হেনা বেগম, মাহাবুবুর রহমান, শামীমা ইয়াছমিন ও নিহার রঞ্জন। ফ্রি চক্ষু চিকিৎসা ম চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি কুমিলস্নার চৌদ্দগ্রামের কাশিনগর ইউনিয়নের রামচন্দ্রপুর সাফিয়া আনা মিয়া স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে ডাচ-বাংলা ব্যাংকের দৃষ্টি প্রকল্পের আওতায় ভার্ড কামাল চক্ষু হাসপাতালের উদ্যোগে আড়াইশ রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা ও রক্তের গ্রম্নপ নির্ণয় করা হয়েছে। মঙ্গলবার রামচন্দ্রপুর সাফিয়া আনা মিয়া স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি মাস্টার মো. আবদুল ওয়াদুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাস্টার মো. আবদুল কাদেরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ভার্ড কামাল চক্ষু হাসপাতালের ডা. মো. রাকিব হোসেন, সাবেক মেম্বার আবদুল জলিল, সমাজসেবক একেএম শহিদুল আলম। মাঠ দিবস ম ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রোপা আমনের 'ব্রি ধান ৮৭' সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার উচাখিলা ইউনিয়নের উচাখিলা গ্রামের চেয়ারম্যান বাড়িতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপসহকারী কৃষি কর্মকর্তা জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেরদৌস কোরাইশী টিটু, প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রীপা রানি চৌহান। বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি অফিসার আব্দুল ওয়াহেদ খান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মীর মো. জাকির হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা নাজমুল আহসান। চারা বিতরণ ম কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার কলমাকান্দায় রামপুর কুবরিকান্দা যুব উন্নয়ন সংস্থার আয়োজনে সমিতির সাধারণ সদস্যদের মধ্যে ৫ হাজার বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলমাকান্দা উপজেলা নির্বাহী অফিসার ফাইযুল ওয়াসীমা নাহাত। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. রেজাউল করিম, নাজিরপুর ইউনিয়ন বিএনপি সভাপতি জমশেদ মিয়া, ইউনিয়ন যুবদল সভাপতি মো. হারুন মিয়া, রামপুর কুবরিকান্দা যুব উন্নয়ন সংস্থার চেয়ারম্যান নজরুল ইসলাম ও সিনিয়র সাংবাদিক মো. ফখরুল আলম খসরু। ভিত্তিপ্রস্তর স্থাপন ম লালপুর (নাটোর) প্রতিনিধি নাটোরের লালপুরে ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে নজরুলনগর ঘাটমোড়দহ মডেল কলেজের চারতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে ওই কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান। ওই কলেজের অধ্যক্ষ ইনতাজ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আড়বাব ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান মোখলেছুর রহমান, নাটোর শিক্ষা প্রকৌশলীর সহকারী প্রকৌশলী ইউনুস আলী, লালপুর উপসহকারী প্রকৌশলী সেলিম রেজা, কলেজের প্রতিষ্ঠাতা মরহুম এ কে এম নজরুল ইসলামের সহধর্মিণী বেগম ফজিলা নজরুল। কর্মী সম্মেলন ম সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের সাতকানিয়ায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ধর্মপুর ইউনিয়ন শাখার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার ধর্মপুর ইউনিয়নের বিশ্বহাট বাজার চত্বরে দক্ষিণ জেলা এলডিপি নেতা কাজী মোহাম্মদ আব্দুর নূরের সভাপতিত্বে ও উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা গণতান্ত্রিক যুবদলের সাবেক সভাপতি সুজিত দাশের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল। প্রধান সমন্বয়ক ছিলেন ধর্মপুর ইউনিয়ন এলডিপির কর্ণধার মোহাম্মদ রিয়াদ কামাল। বিশেষ অতিথি ছিলেন উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা গণতান্ত্রিক যুবদলের সভাপতি আনিসুর রহমান সিকদার, সাধারণ সম্পাদক আবদুল জব্বার মানিক। কৃষি প্রণোদনা বিতরণ ম গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে ফসল আবাদ বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পটুয়াখালীর উপপরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পটুয়াখালীর অতিরিক্ত উপপরিচালক এইচএম শামীম। উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আকরামুজ্জামানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার। সেমিনার অনুষ্ঠিত ম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র-টিটিসি 'নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে টিটিসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মঈন উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. আখলাক-উজ-জামান। মুক্ত আলোচনায় অংশ নেন নূরে আলম, বিদেশ গমনেচ্ছু শতাধিক কর্মীসহ এনজিও প্রতিনিধি, সাংবাদিকরা। দোয়া মাহফিল ম ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর (কঃ) জ্যেষ্ঠ কন্যা শাহজাদী সৈয়দা জেবুন্নাহার বেগমের (রা.) স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে খতমে কোরআন, মিলাদ, কিয়াম ও দোয়া মাহফিল মাইজভান্ডার শরিফ গাউসিয়া হক মনজিলে পরিপূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভাপতি রেজাউল আলী জসীম চৌধুরী, মোজাম্মেল হক চৌধুরী, ইঞ্জিনিয়ার আজিজুর রহমান চৌধুরী, শেখ মুজিবুর রহমান বাবুল, আবু নাসের অন্তু নুর, ডা. মাসুদ, নুরুল চিশতীসহ অনেকে। সার বিতরণ ম গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা ও কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত কৃষক প্রশিক্ষণ কক্ষে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসানের সভাপতিত্বে বীজ ও সার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাদিসুর রহমান, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মামুনুর রশিদ, প্রেসক্লাবের সভাপতি রবিউল কবির মনু। কম্বল জব্দ ম কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার কলমাকান্দায় সোমবার রাতে গোয়েন্দা সূত্রে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী কলমাকান্দার চকবপাড়া গ্রামে অভিযান পরিচালনা করেন। এ অভিযানে একটি বাড়ির ঘরে তলস্নাশি অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১২১ ভারতীয় কম্বল জব্দ করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন কলমাকান্দা সেনাবাহিনী অস্থায়ী ক্যাম্পের কমান্ডার ও ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কোম্পানি কমান্ডার মেজর নাজমুজ সাকিব। জব্দকৃত কম্বল আইনগত কার্যক্রম শুরুর জন্য থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। কর্মী সমাবেশ ম কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি কাজিপুরে জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কাজিপুর পৌরসভার আলমপুর চৌরাস্তায় কর্মী সমাবেশে কাজিপুর উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুস ছালাম। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহ-সভাপতি এসএম গাজী মাজহারুল ইসলাম আনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সহিদুল ইসলাম বাবু, কামরুজ্জামান কামাল, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন রতন। বক্তব্য রাখেন কৃষকদলের সভাপতি মিজানুর রহমান বাবলু, সাধারণ সম্পাদক হজরত আলী বাবু, মৎস্যজীবী দলের আহ্বায়ক একে ফজলুল হক মুঞ্জু সরকার, যুবদলের আহ্বায়ক নূর মোহাম্মদ। আলোচনা সভা ম কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র-জনতা, কচুয়া ডিগ্রি কলেজের সাবেক ছাত্রনেতা নোমান এবং শরিফের রুহের মাগফিরাত কামনা ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলেচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কচুয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের আয়োজনে ডিগ্রি কলেজের সম্মেলন কক্ষে সভায় কচুয়া ডিগ্রি কলেজের সাবেক আহ্বায়ক হিমেলের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন কচুয়া থানা বিএনপির সদস্য আব্দুল আলিম সিকদার ডাবলু। প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা বিএনপির সদস্য সচিব তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির সমন্বয়ক শেখ নাজমুল মোরসেদ নাদিম। সভা অনুষ্ঠিত ম শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি শিবালয়ে বিএনপির আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার বিভিন্ন হাটবাজারে লিফলেট বিতরণ শেষে উপজেলার জাফরগঞ্জ এলাকায় আলোচনা সভায় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ আলী জিন্নার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ড. খোন্দকার আকবর হোসেন বাবলু, ঘিওর উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভির আহম্মেদ শাহিন, জেলা শহীদ জিয়া প্রজন্ম দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। প্রশিক্ষণের সমাপনী ম স্টাফ রিপোর্টার, যশোর যশোরের ২৫ তরুণ উদ্যোক্তা যুব উন্নয়ন অধিদপ্তরের অর্থায়নে মাসব্যাপী ইয়ুথ কিচেন (রান্না বিষয়ক) প্রশিক্ষণ গ্রহণ করেছেন। সোমবার সন্ধ্যায় সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। প্রিজম যুব উন্নয়ন সংস্থার উপদেষ্টা মফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রখ্যাত আচার ও রন্ধন শিল্পী নূর জাহান আহমেদ, কেশবপুর উপজেলা শিক্ষা অফিসের রিসোর্স অফিসার শহিদুল ইসলাম, যশোর উইমেন চেম্বার অব কমার্সের প্রতিনিধি সুফিয়া মাহমুদ রেখা। সম্মেলন অনুষ্ঠিত ম ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জে বিকশিত নারী ও শিশুকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কালীগঞ্জ উপজেলার অনুপমপুর মাদরাসার বটতলা মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার স.ম রশিদুল আলম, বিএনএসকেএস'র সভানেত্রী মনোয়ারা খাতুন, সম্পাদিকা মেহেরুন নেছা, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর আনজুমান আক্তার, ফিন্যান্স ডিরেক্টর সৈয়দা ইয়াসমিন পান্না, প্রকৃতি মেডিকপস হাসপাতালের পরিচালক বীর মুক্তিযোদ্ধা প্রভাত কুমার ব্যানার্জী ও আলহাজ রোকেয়া খাতুন। স্মরণসভা ম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার দুর্গাপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক সাহাদাত হোসেন কাজল'র ২য় মৃতু্যবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রেস ক্লাব মিলনায়তনে প্রেস ক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদারের সঞ্চালনায় ও প্রেস ক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল'র সভাপতিত্বে মরহুমের স্মৃতিচারণ করেন ওসি দুর্গাপুর থানা বাচ্চু মিয়া, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান হৃদয়, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. মোহন মিয়া, এস এম রফিকুল ইসলাম, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক রাজেশ গৌড়, মরহুমের ছেলে সাংবাদিক আবিদ হাসান বাপ্পি। পুরস্কার বিতরণ ম আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি বগুড়ার আদমদীঘি উপজেলায় অনুষ্ঠিতব্য জাতীয় শিক্ষা সপ্তাহ-২৪-এর শ্রেষ্ঠত্বদের মধ্যে পুরস্কার বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় আদমদীঘি উপজেলা প্রশাসন সভাকক্ষে বিতরণী সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন নির্বাহী অফিসার রুমানা আফরোজ। একাডেমিক সুপারভাইজার জাহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সান্তাহার কারিগরি কলেজের অধ্যক্ষ সাইফুল ইসরাম, সহকারী অধ্যাপক রবিউল ইসলাম, মাধাইল মাদরাসার সুপার মাওলানা রহমতুলস্ন্যাহ। শপথ গ্রহণ ম মাধবদী (নরসিংদী) প্রতিনিধি নরসিংদীর মাধবদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী শহর শাখার নবগঠিত কমিটির আমির মাওলানা মো. আমিনুল হকের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ফজর নামাজের পর জামায়াতের মাধবদীস্থ নিজ কার্যালয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার আমির মাওলানা মো. মোছলেহুদ্দীন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা নির্বাচন সহকারী অফিসার অলিউলস্নাহ, নরসিংদী জেলা শাখার প্রচার ও মিডিয়াবিষয়ক সম্পাদক মো. আমিরুল ইসলাম। সংলাপ অনুষ্ঠিত ম নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্থানীয় পর্যায়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব) ও গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় এবং মালালা ফান্ডের অর্থায়নে মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠানে ভাব বাংলাদেশের নিজস্ব তহবিল থেকে রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়কে একটি ল্যাপটপ প্রদান করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলামের সভাপতিত্বে ও ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ। সভা অনুষ্ঠিত ম বেতাগী (বরগুনা) প্রতিনিধি বরগুনার বেতাগীতে ইউএসএআইডি'র কমিউনিটি নিউট্রিশন অ্যান্ড হেলথ অ্যাক্টিভিটি'র (সিএনএইচএ) সহযোগিতায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির উদ্যোগে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়ি্যদ মুহাম্মাদ আমরুলস্নাহ। উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. দেলোয়ার হোসেন'র সঞ্চালনায় পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন কেয়ার বাংলাদেশ'র ম্যানেজার মো. আলাউদ্দিন ও ইউএসএআইডি'র কমিউনিটি নিউট্রিশন অ্যান্ড হেলথ অ্যাক্টিভিটি (সিএনএইচএ)-এর জেলা ব্যবস্থাপক মো. জাকারিয়া হাসান। বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মো. মাসুমি বিলস্নাহ।