বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

কাপাসিয়ায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে হট্টগোল

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
  ২০ নভেম্বর ২০২৪, ০০:০০
কাপাসিয়ায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে হট্টগোল

গাজীপুরের কাপাসিয়ায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম।

এদিকে, অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমে অসঙ্গতি থাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এর প্রতিবাদ করেন। হট্টগোলের একপর্যায়ে তোপের মুখে পড়েন ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহবুর রহমান ভুঁইয়া।

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান ভুঁইয়া বলেন, উপজেলায় মোট ভোটার তিন লাখ ১৫ হাজার, এর মধ্যে দুই লাখ ৮৭ হাজার স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রস্তুত করা হয়েছে। বিতরণ কার্যক্রমে একটু ভুল বুঝাবুঝি হয়েছে।

কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু বলেন, 'উপজেলা নির্বাচন কর্মকর্তা আমাদের দাওয়াত করে অসৌজন্যমূলক আচরণ, দুর্ব্যবহার করেন। এ ছাড়া তালিকা অনুযায়ী, স্মার্ট কার্ড বিতরণ করেননি। এতে হলরুমে উপস্থিত বিএনপিসহ অন্য নেতারা এর প্রতিবাদ এবং উপজেলা নির্বাচন কর্মকর্তার প্রত্যাহার দাবি করেন।'

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নুরুল আমীনের সভাপতিত্বে ও উপজেলা পলস্নী উন্নয়ন কর্মকর্তা দিলারা মনির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন- জেলা জামায়াত ইসলামীর সভাপতি মাওলানা মো. শেফাউল হক, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল করিম বেপারি, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান, উপজেলা যুবদলের আহ্বায়ক জুনায়েদ হোসেন লিয়ন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে