আজমিরীগঞ্জ উপজেলায় জায়গা সংক্রান্ত বিরোধের জেরে দুইপক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে যাওয়া স্থানীয় লোকজনও রয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কাকাইলছেও ইউনিয়নের ঘরদাইরগ্রামে ইকবাল মিয়া ও মাসুক খার লোকদের মধ্যে এ সংঘর্ষ হয়। আহতদের মধ্যে কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘরদাইর গ্রামের ইকবাল মিয়া ও মাসুক খার মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা নিয়ে বিরোধ চলছে। মঙ্গলবার জায়গা মাপঝোকের সময় দুইপক্ষে উত্তেজনা দেখা দেয়। পরে সন্ধ্যায় উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রসহ সংঘর্ষে লিপ্ত হয়।
কাকাইলছেও ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, জায়গা সংক্রান্ত বিরোধ নিয়ে সংঘর্ষ হয়েছে।
আজমিরীগঞ্জ থানার ওসি এবিএম মাঈদুল হাছান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।