গোসাইরহাটে দালালসহ দুই রোহিঙ্গা আটক
প্রকাশ | ২০ নভেম্বর ২০২৪, ০০:০০
গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি
শরীয়তপুরের গোসাইরহাটে নতুন ভোটার ফরম জমা দিতে গিয়ে দুই রোহিঙ্গা শরণার্থী ও এক দালাল আটক হয়েছে। গত সোমবার সন্ধ্যায় গোসাইরহাট উপজেলা নির্বাচন অফিসে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন- কক্সবাজারের টেকনাফ উপজেলার বালুখালী ১১ নং ক্যাম্পের আবুল ফকির আহমেদের ছেলে মো. ইয়াসিন (২১) ও দমদমিয়া গ্রামের মৃত সোনা আলীর ছেলে মো. হোসেন (২৮)। এ ছাড়া সাজানো পিতা দালাল মো. আহসান উলস্নাহ (৫৮) গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের মধ্য দেওয়ানপাড়া এলাকার মৃত কালিম উদ্দিনের ছেলে।
উপজেলা নির্বাচন অফিসার আবু দাউদ জানান, ভোটার হওয়ার জন্য তারা নাগরিক সনদ, বিদুৎ বিল, বাবা-মায়ের আইডি কার্ডসহ প্রয়োজনীয় সব কাগজ নিয়ে সোমবার বিকালে গোসাইরহাট উপজেলা নির্বাচন অফিসে আসেন। সেখানে নির্বাচন অফিসের কর্মকর্তারা কাগজপত্র চ্যালেঞ্জ করলে তারা ধরা পড়েন। তখন স্থানীয় ওই আহসান উলস্নাহ তাদের সঙ্গে ছিলেন। আটক তিনজনকে রাতে থানায় সোপর্দ করা হয়েছে।
গোসাইরহাট থানার ওসি মাকসুদ আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা মিলেছে। মামলার প্রস্তুতি চলছে।