বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
শ্রমিকদের নামে মিথ্যা

মামলা প্রত্যাহারের দাবিতে গাজীপুরে সংবাদ সম্মেলন

গাজীপুর সদর প্রতিনিধি
  ২০ নভেম্বর ২০২৪, ০০:০০
মামলা প্রত্যাহারের দাবিতে গাজীপুরে সংবাদ সম্মেলন

গাজীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও মালিকপক্ষের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী শ্রমিকরা।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ফু-ওয়াং ফুডস্‌ লিমিটেড কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে শ্রমিকরা জানান, গত ২ অক্টোবর মালিকপক্ষের সঙ্গে আলোচনায় বসা হলেও কোনো ইতিবাচক ফলাফল পাওয়া যায়নি। শ্রমিকদের দাবি, তারা দীর্ঘদিন ধরে বেতন বৈষম্যসহ নানা অসঙ্গতির শিকার হচ্ছেন। কারখানা কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে সমস্যার সমাধানের আশ্বাস দিলেও বাস্তবায়ন হয়নি।

তারা আরও জানান, সম্প্রতি মালিকপক্ষ কারখানার সাত শ্রমিকের নাম উলেস্নখ করে ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করেছে। পরবর্তীতে আরও দুইটি সাধারণ ডায়েরি করে কর্তৃপক্ষ। শ্রমিকদের দাবি এসব মামলা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

তাদের ন্যায্য দাবি মানতে হবে এবং যতক্ষণ পর্যন্ত মিথ্যা মামলা প্রত্যাহার করা না হবে, ততক্ষণ কাজে ফিরবেন না বলে জানান ভুক্তভোগী শ্রমিকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে