বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

রাবিতে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আইন বিভাগে ভাঙচুর

রাবি প্রতিনিধি
  ২০ নভেম্বর ২০২৪, ০০:০০
রাবিতে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আইন বিভাগে ভাঙচুর

আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের একটি ম্যাচের পর সংঘর্ষে জড়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ ও আইন বিভাগ। এতে আইন বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাহফুজুর রহমান এবং দুই বিভাগের অন্তত ১০ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া দায়িত্ব পালনকালে এক সাংবাদিককে মারধর ও ফোন কেড়ে নিয়ে ভিডিও ডিলিট করতে বাধ্য করার ঘটনা ঘটে।

গত সোমবার বিকালে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। এরপর দুই বিভাগের শিক্ষার্থী ক্যাম্পাসে শোডাউন দিতে থাকে। সন্ধ্যার পর ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করে। বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবন ও সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের সামনে দুই বিভাগের শিক্ষার্থী জড়ো হয়ে স্স্নোগান দিতে থাকেন। এক পর্যায়ে সেখানেও সংঘর্ষে জড়ান তারা।

সরেজমিন দেখা গেছে, রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের অভ্যন্তরে আইন বিভাগের অফিস, নামফলক, নোটিশ বোর্ড এবং চেয়ারম্যানের কক্ষ ভাঙচুর করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেন, 'আজকের ঘটনা আমাকে ব্যথিত করেছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে এটি কোনোভাবেই প্রত্যাশিত নয়। আগামীকাল দুই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে