রাজৈরে বাস মালিক সমিতির চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ

প্রকাশ | ২০ নভেম্বর ২০২৪, ০০:০০

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
চেকপোস্ট বসিয়ে লাঠিয়াল বাহিনী দিয়ে সানেরপাড় ও আমগ্রাম ব্রিজে মাহিন্দ্র, টেম্পো, ইজিবাইক চলাচলে বাধা ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে মাদারীপুর বাস মালিক সমিতির বিরুদ্ধে। এর প্রতিবাদে রাজৈরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে টেকেরহাট, রাজৈর, সাধুরব্রিজ ও মস্তফাপুর মাহিন্দ্র, টেম্পো ও ইজিবাইক সমন্বিত মালিক সমিতি। মঙ্গলবার সকাল ১০টার সময় ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার টেকেরহাট বাসস্ট্যান্ডে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় টেকেরহাট মাহিন্দ্র সমিতির সভাপতি বুলু শেখের সভাপতিত্বে মাহিন্দ্র, টেম্পো ও ইজিবাইক চলাচলে বাধা না দেওয়া ও চাঁদাবাজি বন্ধের দাবি রেখে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. দুলাল শেখ, মো. শহিদুল, মো. জাকির শেখ প্রমুখ।