কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার পৌর সদরের আশপাশে দেদারসে বালি উত্তোলন করে যাচ্ছে অসাধু ব্যবসায়ীরা। প্রশাসনের নাকের ডগায় বালু উত্তোলনকারীরা বালু তুললেও কোনো নজরদারি নেই বলে অভিযোগ উঠেছে। এ উপজেলার সদর তহশিল অফিস থেকে একশ গজ দূরে মানিকদি ব্রিজের এপার এবং ওপার বালি ব্যবসায়ীরা স্টিল বডি নৌকা দিয়ে বালি উত্তোলন করার ফলে ব্রিজটি হুমকির সম্মুখীন হচ্ছে।
এ ছাড়া কুলিয়ারচর বাজারের পেছনে অনুরূপ বালি উত্তোলনের হিড়িক চলছে। যেন প্রশাসন বলে কিছু নেই! অন্যদিকে পৌরসভা ছাড়াও এ উপজেলার বিভিন্ন ইউনিয়নের আনাচে-কানাচে পুকুর অথবা বিল থেকে বালি উত্তোলন করছে এসব ব্যবসায়ী।
একদিকে যেমন পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে তেমনিভাবে বালুভর্তি বিভিন্ন ট্রাক গেলে রাস্তার আশপাশে যেন ধুলোর শহর হয়ে ওঠে। এতে পথচারীরা ধুলোয় হাঁচি-কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জহুরা সাবিহা বলেন, এসব ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযান চালাবেন।