সখীপুরে ১৮ মাসের সড়ক নির্মাণের কাজ শেষ হয়নি সাড়ে চার বছরেও

প্রকাশ | ২০ নভেম্বর ২০২৪, ০০:০০

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া ঘোনারচালা থেকে নিশ্চিন্তপুর ৬ কিলোমিটার সড়ক নির্মাণ কাজ শেষ করার কথা ছিল ১৮ মাসে। কিন্তু সেই কাজ ৪ বছরেও শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে নিশ্চিন্তপুর, আড়াইপাড়া, ঘোনারচালা, বানিয়ারসিট, দামিয়া ও জোয়াইরপাড়াসহ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। সড়ক সংস্কার কাজের ব্যয় ধরা হয়েছিল ১৫ কোটি ৬ লাখ ৯৯ হাজার ১১৯ টাকা ১৭ পয়সা। ১৮ মাসে কাজটি শেষ করার কথা থাকলেও শেষ হয়নি চার বছরের বেশি সময়েও। এখনো ২ কিলোমিটারের বেশি কাজ বাকি রয়েছে। ঠিকাদার প্রতিষ্ঠানটির খোঁজ নেই ৫ মাসের বেশি সময় ধরে। সরেজমিনে দেখা যায়, এখনো সড়কটির সবমিলিয়ে ৪০ শতাংশ কাজ বাকি। যেটুকু করা হয়েছে তাতেও নয়ছয় হয়েছে। আঞ্চলিক সড়ক সংস্কারে সরকার নির্ধারিত নিয়মনীতির কিছুই মানা হয়নি। কাজ পুরোপুরি শেষ না হলেও এখনই সড়কের পিচ উঠে যাচ্ছে। অনেক জায়গায় সড়ক দেবে গেছে। সখীপুর এলজিউডি অফিস সূত্রে জানা যায়, টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী অফিস থেকে সড়কটির কাজ পায় টাঙ্গাইলের মেসার্স দাস ট্রেডার্স নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠান। সড়কটির কাজের সঙ্গে সম্পৃক্ত বেশ কয়েকজন জানিয়েছেন, মেসার্স দাস ট্রেডার্সের কাছ থেকে সড়কটির কাজ কিনে নেয় শিকদার কিল্ডার্স নামে স্থানীয় আরেকটি ঠিকাদার প্রতিষ্ঠান। তবে সখীপুর এলজিইডি অফিসের উপ-সহকারী প্রকৌশলী ফরিদ আহমেদ বলেন, সড়কটির কাজের সঙ্গে শিকদার বিল্ডার্সের কোনো সম্পৃক্ততা নেই। সড়কটির দায়িত্বে থাকা সখীপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী ফরিদ আহমেদ জানান, কালিয়া থেকে নিশ্চিন্তপুর ৬ কিলোমিটার সড়কের সংস্কারের কাজ শুরু হয় ২০২১ সালের মে মাসের ৩১ তারিখ। দরপত্রের মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠান দাস ট্রেডার্সকে ১৫ কোটি ৬ লাখ ৯৯ হাজার ১১৯ টাকা ১৭ পয়সার প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়। চুক্তি অনুযায়ী ২০২২ সালের ৩০ নভেম্বরের মধ্যে কাজটি শেষ করার কথা ছিল। ইতোমধ্যে ফের কাজের মেয়াদ ও বরাদ্দ বাড়িয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এম/এস দাস ট্রেডার্সের জেনারেল ম্যানেজার মোফাজ্জল হোসেন বলেন, 'আমরা সড়কে কোনো অনিয়ম করিনি। সব নিয়ম মেনেই কাজ করেছি। মাঝে বর্ষার কারণে কাজ বন্ধ ছিল। সপ্তাহ খানেকের মধ্যেই বাকি কাজ শুরু হবে।'