দৌলতপুর থেকে যাত্রাবাড়ী থানার লুট হওয়া অস্ত্র উদ্ধার

প্রকাশ | ২০ নভেম্বর ২০২৪, ০০:০০

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরের পলস্নী থেকে রাজধানীর যাত্রাবাড়ী থানার লুট হওয়া একটি শটগান উদ্ধার করেছের্ যাব। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের কল্যাণপুর এলাকা থেকে অস্ত্রটি পরিত্যক্ত অবস্থায়র্ যাব উদ্ধার করে। র্ যাব জানায়,র্ যাব-১২ সিরাজগঞ্জের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামানের দিক নির্দেশনায় সিপিসি ১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার গোলাম মোর্ত্তুজার নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে, উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কল্যানপুর গ্রামস্থ মেসার্স স্বদেশ ট্রেডিং মার্কেটের বিপরীতে উত্তর দিকে দৌলতপুর-ভেড়ামারা সড়কের পাশে কাশবনের মধ্যে পরিত্যক্ত অবস্থায় একটি অস্ত্র পড়ে আছে। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি ১২ বোর সচল শটগানটি উদ্ধার করের্ যাব। র্ যাব জানিয়েছে, ধারণা করা যাচ্ছে, শটগানটি গত ৫ আগস্ট দুষ্কৃতিকারী কর্তৃক ডিএমপি যাত্রাবাড়ী থানা, ঢাকা হতে লুট হওয়া অস্ত্র। দৌলতপুর থানার ওসি শেখ আব্দুল আউয়াল কবির জানান, উদ্ধার হওয়া অস্ত্রটির তথ্য জানার জন্য সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।