বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাকালীন সাবেক সভাপতি এবং পৌরসভার সাবেক প্রশাসক ও সুজানগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মরহুম আব্দুল লতিফ মাস্টারের ১৮তম মৃতু্যবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে পাবনার সুজানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সেবামূলক প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়।
বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক ওমর ফারুক সৌরভের উদ্যোগে ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুজানগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজ, সুজানগর থানা ও ফায়ার সার্ভিস স্টেশন চত্বরে বিভিন্ন জাতের কাঠ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রউফ। এ সময় থানার ওসি গোলাম মোস্তফা, অধ্যক্ষ আলমগীর হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার বিশ্বাস, প্রধান শিক্ষিকা শাহনাজ পারভীন বিনা, বিএনপির নেতা তোরাফ আলী, ইয়াকুব আলী, রহুল খান, সাবেক কাউন্সিলর আনিসুর রহমান খোকন, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক টুটুল প্রমুখ ছিলেন।