বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

কুষ্টিয়ায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান

কুষ্টিয়া প্রতিনিধি
  ২০ নভেম্বর ২০২৪, ০০:০০
কুষ্টিয়ায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান

কুষ্টিয়া শহরের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযানে নেমেছে জেলা প্রশাসনের নির্দেশনায় পৌর কর্তৃপক্ষ। নবাগত জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান কুষ্টিয়ায় দায়িত্ব গ্রহণ করার পর শহরের যানজট নিরসনে অবৈধ দখলদারদের হাত থেকে শহরের বিভিন্ন গলির রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করে একটি বাসযোগ্য নগরী গড়ে তুলতে তিনি অঙ্গীকারবদ্ধ। মঙ্গলবার বেলা ১১টায় শহরের মজমপুর থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। পরে পাঁচ রাস্তার মোড়, থানা মোড় ও এনএস রোডে ফুটপাত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী অফিসার পার্থ প্রতিম শীল। এ সময় উপস্থিত ছিলেন পৌর সচিব কামাল উদ্দিনসহ কর্মকর্তা-কর্মচারীরা। অভিযানে আইনশৃঙ্খলা সহায়তা করে সেনাবাহিনী ও মডেল থানা পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে