৬ জেলায় হত্যা মামলার প্রধান আসামিসহ ৯ জন গ্রেপ্তার

প্রকাশ | ২০ নভেম্বর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
বিভিন্ন অপরাধে ভোলা, ঝিনাইদহ, নারায়ণগঞ্জের আড়াইহাজার, নেত্রকোনার দুর্গাপুর, খাগড়াছড়ির রামগড় থেকে ৯ জনকে গ্রেপ্তার করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আঞ্চলিক অফিস, স্টাফ রিপোর্টার প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- স্টাফ রিপোর্টার নেত্রকোনা জানান, নেত্রকোনায় চাঞ্চল্যকর খায়রুল ইসলাম রিয়াদ হত্যা মামলার প্রধান আসামি নাজমুল হক রাকেলকে (২৩) নেত্রকোনা মডেল থানা পুলিশ ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে। সোমবার রাতে ময়মনসিংহ কোতোয়ালি থানা পুলিশের সহযোগিতায় চড়পাড়া মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অভিযান চালিয়ে রিয়াদ হত্যা মামলার প্রধান আসামি নাজমুল হক রাকেলকে গ্রেপ্তার করা হয়েছে। মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহ্‌ নেওয়াজ বলেন, হত্যাকান্ডের প্রকৃত রহস্য উদঘাটনের জন্য আসামি রাকেলকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হবে। স্টাফ রিপোর্টার ভোলা জানান, ভোলায় একটি যাত্রীবাহী লঞ্চ থেকে আলতাফ হোসেন আলতু ডাকাতকে গ্রেপ্তার করেছের্ যাব-৮। মঙ্গলবার সকালে ভোলা খেয়াঘাট এলাকায় এমভি ভোলা নামে একটি যাত্রীবাহী লঞ্চ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আলতাফ হোসেন আলতু ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধ্য বাপ্তা গ্রামের আকরাম আলী মাতাব্বরের ছেলে। তার বিরুদ্ধে ভোলা ও লক্ষ্ণীপুরের থানায় হত্যা ও ডাকাতিসহ প্রায় ১৪টি মামলা রয়েছে। ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহের মহেশপুরের সামন্তা সীমান্ত এলাকা থেকে ৪৬টি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। আটকরা হলো- মহেশপুরের ছয়ঘরিয়া গ্রামের আব্দুল কাদের মন্ডল (৬০) ও একই উপজেলার রায়পুর গ্রামের মো. দুলাল (৪০)। আটকদের বিরুদ্ধে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা এবং উদ্ধার স্বর্ণ বারগুলো ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ ১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মো. মাহবুব (৫২) ও ১২টি ডাকাতি মামলার আসামি মো. কবির (৩৯) কে পৃথক পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার ভোররাতে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। উপজেলার খাগকান্দা ইউনিয়নের লক্ষ্ণীপুরা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে ডাকাতি মামলার আসামি মো. কবির (৩৯) ও উপজেলার ব্রাহ্মন্দি ইউনিয়নের নরিংদি এলাকার আজগরের ছেলে মাদক ব্যবসায়ী মো. মাহাবুব (৫২)। দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার দুর্গাপুরে ২৮ বোতল ভারতীয় মদসহ দুই যুবককে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে দুর্গাপুর সেনা ক্যাম্পের সামনে শিমুলতলী চেকপোস্টের সন্নিকটে সন্দেহজনকভাবে একটি পিকআপটি থামিয়ে তলস্নাশি কার্যক্রম পরিচালনা করে ২৮ বোতল অবৈধ বিদেশি মদসহ দুই যুবককে আটক করা হয়। আটকরা হলে- ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার নয়নকান্দি গ্রামে আব্দুল খালেকের ছেলে শাজাহান মিয়া (৩৫) ও মসলেমুদ্দিনের ছেলে আব্দুল কুদ্দুস (২৬)। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটকদের জব্দ মালামালসহ দুর্গাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি জানান, খাগড়াছড়ির রামগড়ে দুটি অস্ত্র ও গুলিসহ সুবেল ত্রিপুরা (সজল) ২৮ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সে রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের জরিচন্দ্রপাড়ার মৃত ছবি কুমার ত্রিপুরার ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে জিয়ার ও জিয়ার পরোয়ানা রয়েছে। মঙ্গলবার গভীর রাতে আসামি সুবেল ত্রিপুরাকে দুর্গম জরিচন্দ্রপাড়ার নিজ বাড়ি হতে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি কাঠের বাটযুক্ত ১টি পিস্তল, একটি এলজি, ২ রাউন্ড কার্তুজ এবং ২টি বাটন মোবাইল সেট উদ্ধার করা হয়। রামগড় থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মঈন উদ্দীন বলেন, আসামি সুবেল ত্রিপুরার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে তাকে আদালতে পাঠানো হয়েছে।