গোপালগঞ্জের কাশিয়ানীতে রামদার কোপ থেকে নাতিকে বাঁচাতে গিয়ে নানা নিহত হয়োছেন। এদিকে, পাবনায় রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় একজনের মৃতু্য, সিরাজগঞ্জে নিখোঁজ হওয়ার ১৫ দিন পর ডোবা থেকে মুদি দোকানির মরদেহ উদ্ধার, ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় একজন ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আত্মহত্যা করে একজন মারা যান। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি জানান, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গোয়ালগ্রামে রামদার কোপ থেকে নাতিকে বাঁচাতে গিয়ে নানা ফরিদ শেখ (৬৫) নিহত হয়েছেন। গত সোমবার বিকালে এ ঘটনা ঘটে।
উপজেলার মহেশপুর ইউনিয়নের বাথানডাঙ্গা বাজারের পাশে গোয়ালগ্রামের ফরিদ শেখের নাতি লিটন কাজীর ছেলে এসএসসি পরীক্ষার্থী সাইফ কাজী (১৫) এবং প্রতিবেশী আবু সামের ছেলে তাম্বির (১৮) মধ্যে বিরোধ বাধে। তাম্বির রামদা নিয়ে সাইফকে তাড়া করে। এ সময় ফরিদ নাতিকে বাঁচাতে এগিয়ে এলে ওই গ্রামের রিজাউল কাজীর ছেলে ছানোয়ার কাজী (৪৫) তাকে চেপে ধরেন। এতে ফরিদ শেখ অসুস্থ হয়ে পড়েন। তাকে মুকসুদপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফরিদ শেখ গোয়ালগ্রামের মৃত ধলা মিয়া শেখের ছেলে ও মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি। কাশিয়ানী থানার ওসি সফিউদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পাবনা প্রতিনিধি জানান, পাবনার চাটমোহরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় (৬০) এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের সিঙের জোলা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, দুপুরে চাটমোহর স্টেশনের এক কিলোমিটার পশ্চিমে সিঙের জোলা ব্রিজের উপর দিয়ে অজ্ঞাত ওই ব্যক্তি হেঁটে যাচ্ছিলেন। এ সময় খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ব্যক্তিটি ব্রিজের নিচে নদীতে পড়ে যান। নদীর স্রোতে ভেসে যাওয়ার মুহূর্তে স্থানীয় কৃষকরা তাকে উদ্ধার করে উপরে নিয়ে আসার পর তিনি মারা যান।
চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার দাস জানান, লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। সিরাজগঞ্জ জিআরপি পুলিশকে জানিয়েছি।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের শাহজাদপুরে নিখোঁজ হওয়ার ১৫ দিন পর ডোবা থেকে রইচ উদ্দিন (৫৫) নামে এক মুদি দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার সন্ধ্যায় শাহজাদপুর পৌর এলাকার নলুয়া বাজারের পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার হয়। নিহত রইচ উদ্দিন কাঙলাকান্দা নলুয়া গ্রামের বাসিন্দা। নলুয়া বাজারে তার মুদি দোকান রয়েছে। স্থানীয় সূত্র জানায়, তাহেজ ফকির নামে এক কৃষক সোমবার বিকালে বন কাটতে গিয়ে শুকনো ডোবায় একটি গলিত মরদেহ দেখে স্থানীয়দের খবর দেন। খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে গলিত মরদেহ শনাক্ত করতে পারছিল না। পরে রইচ উদ্দিনের একটি হাতের ৬টি আঙুল ছিল তাই দেখে তাকে শনাক্ত করেন। তাকে হত্যা করে ডোবায় ফেলে রাখা হয়েছে বলে দাবি পরিবারের।
শাহজাদপুর থানার ওসি আছলাম আলী জানান, মরদেহটি পুরোপুরি গলে যাওয়ায় চেনার উপায় নেই। ডিএনএ টেস্ট করে লাশের আসল পরিচয় নিশ্চিত হওয়া যাবে।
ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহ সদরের পোড়াহাটি তিন মাইল নামক স্থানে মিনি ট্রাকের ধাক্কায় আমিরুল লস্কর (৪০) নামের এক আলম সাধু চালকের মৃতু্য হয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। নিহত আমিরুল হরিণাকুন্ডু উপজেলার শ্রীফলতলা গ্রামের সাবদার লস্করের ছেলে। এ ঘটনায় ঘাতক মিনি ট্রাকটি আটক করেছে পুলিশ।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান জানান, সকালে হরিণাকুন্ডুর শ্রীফলতলা গ্রাম থেকে আলমসাধু চালিয়ে পাটকাঠি আনতে মাগুরার মোহাম্মদপুর যাচ্ছিলেন আমিরুল লস্কর। পথে ঝিনাইদহ সদরের পোড়াহাটি তিন মাইল নামক স্থানে পৌঁছালে একটি মিনি ট্রাক আলম সাধুটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান আমিরুল।
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আবাসিক হোটেলে এক যুবকের রহস্যজনক মৃতু্য হয়েছে। মঙ্গলবার দুপুরে আখাউড়া স্থলবন্দর এলাকার সীমান্ত মার্কেটের হোটেল কক্ষের সিলিং ফ্যানে ফাঁস দেওয়া অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ। ওই সময় নিহতের পা রুমের মেঝের সঙ্গে লাগানো ছিল। হোটেলের রেজিস্টার খাতা থেকে জানা যায় নিহত যুবক ঢাকার ডেমরা এলাকার দুলাল ঘোষের ছেলে স্বপন ঘোষ (৩০)।