ইউপি সদস্যের ওপরে হামলার বিচার চেয়ে ঝাড়ু মিছিল

স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ স্থগিত ও পুনর্বহালের দাবি শিবালয়ে যমুনা নদী ভাঙন রোধের দাবিতে মানববন্ধন

প্রকাশ | ২০ নভেম্বর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
বরগুনার তালতলীতে ইউপি সদস্যের ওপর হামলার বিচার দাবিতে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেন এলাকাবাসী -যাযাদি
বরগুনার তালতলীতে কবিরাজপাড়া বাজারের ব্যবসায়ীদের গালিগালাজ-হুমকির প্রতিবাদ করায় ইউপি সদস্য ও তার স্বামীর ওপরে হামলার বিচারের দাবিতে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। এছাড়াও কুমিলস্নার মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ স্থগিত ও পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীরা, শিবালয়ের তেওতা যমুনা নদী ভাঙন রোধে মানববন্ধন করেছেন এলাকাবাসী। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- তালতলী (বরগুনা) প্রতিনিধি জানান, বরগুনার তালতলীতে কবিরাজপাড়া বাজারের ব্যবসায়ীদের গালিগালাজ-হুমকির প্রতিবাদ করায় নূরজাহান নামের এক ইউপি সদস্য ও তার স্বামীর ওপরে হামলা চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় সোহাগ, আ. হক ও হারুন মোলস্নাসহ তার লোকজনের বিরুদ্ধে। এই হামলার বিচারের দাবিতে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার কবিরাজপাড়া বাজারে এ মানববন্ধন করেন এলাকার প্রায় ৬ শতাধিক মানুষ। মানববন্ধন শেষে হামলাকারীদের বিরুদ্ধে ঝাড়ু ও জুতা মিছিল বের করেন শত শত নারী-পুরুষ। এ সময় বক্তব্য রাখেন হারুন মোলস্না, সোহাগ ও আ. হকসহ তাদের সন্ত্রাসীদের হামলায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীসহ সাধারণ মানুষ। ইউপি সদস্য ও উপজেলা বিএনপির আহবায়ক সদস্য নূরজাহান বেগম বলেন, আমি ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবির বিষয়ে প্রতিবাদ করায় আমি ও আমার স্বামীর ওপরে হামলা করেন। তালতলী থানার ওসি কালাম খান বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। মনোহরগঞ্জ (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফজালুর রহমানের বদলি আদেশ স্থগিত ও পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীরা। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স প্রাঙ্গণে মানববন্ধনে বক্তারা এখানে যোগদানের পর স্বাস্থ্য কর্মকর্তার বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরে তার বদলি আদেশ স্থগিত ও পুনর্বহালের দাবি জানান। এ সময় বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা. শ্রীকান্ত দেবনাথ, ডা. শাহরিয়ার, গাইনি কনসালটেন্ট ডা. জেবুন্নাহার লাভলী, ছাত্র প্রতিনিধি শরিফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের নর্াসিং ইনচার্র্জ দুর্গা রানী মজুমদার। শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি জানান, শিবালয়ের তেওতা যমুনা নদী ভাঙন রোধে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে ওই এলাকার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক সামছুল হকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মজিবর রহমান, সাহেব আলী, মুজিবুর রহমান, উসমান খান, করিম শেখ, সবুজ শেখ, বিউটি বেগম, ফুলজান বেগম, নুরজান আক্তার, হেমেলা আক্তার প্রমুখ।