ছোট শিশুদের বিদ্যালয়মুখী করতে হবে :শিক্ষা কর্মকর্তা
প্রকাশ | ১৯ নভেম্বর ২০২৪, ০০:০০
পোরশা (নওগাঁ) প্রতিনিধি
'পোরশা উপজেলার ছোট শিশুদের বিদ্যালয়মুখী করতে হবে। আমরা যারা প্রাথমিক শিক্ষা নিয়ে কাজ করি, তারা অন্যদের মতো চাই চাই করব না। আমরা আমাদের সাধ্যমত প্রাথমিক শিক্ষার উন্নয়নে কাজ করে যাব। এক সময় দেখবেন, আমাদের যেটা চাওয়া-পাওয়া ছিল, সেটি পেয়ে গেছি।'
সোমবার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আয়োজনে বরণ সভায় উপোরক্ত কথাগুলো বলেন সদ্য যোগদানকৃত নতুন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাজ্জাদ হোসেন। এ সময় তিনি এই উপজেলার প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।
গত বৃহস্পতিবার তিনি নওগাঁর পোরশা উপজেলা শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেন। এর আগে তিনি নাটোরের সিংড়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার হিসেবে কর্মরত ছিলেন। সভা শেষে তাকে ফুল দিয়ে বরণ করা হয়। সভায় সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান ও শাহনাজ আক্তার, প্রধান শিক্ষক মনিরুজ্জামান, জাহাঙ্গীর আলম, আবু হেনা, আশফাকুল আসেকিন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রইচ উদ্দিন, সহকারী শিক্ষক এহিয়াসহ অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।