নীলফামারীর ডোমারে বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় ঘাতক ছেলে আবু বক্কর সিদ্দিককে (২৬) গাজীপুরের কোনাবাড়ী থেকে গ্রেপ্তার করেছে র?্যাব-১৩।
গত রোববার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র?্যাব-১৩-এর এএসপি ও সহকারী পরিচালক (মিডিয়া) ওমর ফারুক। আবু বক্কর সিদ্দিক নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের প্রামাণিক পাড়ার রবিউল ইসলাম সাবুলের ছেলে।
র?্যাব জানায়, গত ১৩ নভেম্বর সন্ধ্যায় আসামি আবু বক্কর সিদ্দিকের সঙ্গে তার বাবা রবিউলের খড়ের পালা দেওয়া নিয়ে কাটাকাটি হয়। এক পর্যায়ে আবু বক্কর তার বাবার ওপর ক্ষিপ্ত হয়ে ঘর থেকে ছুরি এনে এলোপাতাড়ি আঘাত করে। এলাকাবাসী সাবুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় রবিউলের স্ত্রী মরিয়ম বেগম বাদী হয়ে ডোমার থানায় ছেলের বিরুদ্ধে হত্যা মামলা করেন।