রংপুরের গঙ্গাচড়া উপজেলায় জোরপূর্বক জমি দখলের উদ্দেশ্যে গাছপালা নষ্ট করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলা সদরের পশ্চিম নবনীদাস এলাকায় হাজি ফিশারিজ প্রতিষ্ঠানের উম্মে সুলতানা নওশীনের সঙ্গে। এ বিষয়ে নওশীনের স্বামী বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, জমির পৈতৃক সূত্রে মালিক উম্মে সুলতানা নওশীন সেখানে হাজী ফিশারিজের মাধ্যমে হাঁস-মুরগি, মাছ চাষ, ছাগল-ভেড়া এবং বিভিন্ন বৃক্ষ রোপণ ও চাষাবাদ করে আসছেন। সেখানে না থাকার সুযোগে গজঘণ্টা ইউনিয়নের বকসা দীঘিরপাড় এলাকার হামিদ সরকারের ছেলে জাকারিয়া ও তার শালা আরাজিনিয়ামত মৌলভীর বাজারের মৃত লুৎফর রহমানের ছেলে রাহেল জমিটি দখলের উদ্দেশ্যে খামার, গাছপালা ও চাষাবাদকৃত ফসলের ক্ষতি সাধন করে। ১৫ নভেম্বর বিকালে প্রজেক্টের দেখাশোনার জন্য গেলে জাকারিয়া ও রাহেল জমির মালিককে গালাগালি করে ও পুকুর পাড়ে লাগানো গাছ ভেঙে দেয়।
এ বিষয়ে রাহেল বলেন, তারা রাস্তার জায়গা দখল করে গাছ লাগিয়েছে। প্রথম ঘরও রাস্তার খাস জায়গায়। ১০ ফিট রেকর্ডি রাস্তাও পুকুর করে রেখেছে।