বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

গঙ্গাচড়ায় গাছপালা ভেঙে জমি দখলের চেষ্টা

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  ১৯ নভেম্বর ২০২৪, ০০:০০
গঙ্গাচড়ায় গাছপালা ভেঙে জমি দখলের চেষ্টা

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় জোরপূর্বক জমি দখলের উদ্দেশ্যে গাছপালা নষ্ট করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলা সদরের পশ্চিম নবনীদাস এলাকায় হাজি ফিশারিজ প্রতিষ্ঠানের উম্মে সুলতানা নওশীনের সঙ্গে। এ বিষয়ে নওশীনের স্বামী বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, জমির পৈতৃক সূত্রে মালিক উম্মে সুলতানা নওশীন সেখানে হাজী ফিশারিজের মাধ্যমে হাঁস-মুরগি, মাছ চাষ, ছাগল-ভেড়া এবং বিভিন্ন বৃক্ষ রোপণ ও চাষাবাদ করে আসছেন। সেখানে না থাকার সুযোগে গজঘণ্টা ইউনিয়নের বকসা দীঘিরপাড় এলাকার হামিদ সরকারের ছেলে জাকারিয়া ও তার শালা আরাজিনিয়ামত মৌলভীর বাজারের মৃত লুৎফর রহমানের ছেলে রাহেল জমিটি দখলের উদ্দেশ্যে খামার, গাছপালা ও চাষাবাদকৃত ফসলের ক্ষতি সাধন করে। ১৫ নভেম্বর বিকালে প্রজেক্টের দেখাশোনার জন্য গেলে জাকারিয়া ও রাহেল জমির মালিককে গালাগালি করে ও পুকুর পাড়ে লাগানো গাছ ভেঙে দেয়।

এ বিষয়ে রাহেল বলেন, তারা রাস্তার জায়গা দখল করে গাছ লাগিয়েছে। প্রথম ঘরও রাস্তার খাস জায়গায়। ১০ ফিট রেকর্ডি রাস্তাও পুকুর করে রেখেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে