কুষ্টিয়ায় মাদক ও আড়াইহাজারে অস্ত্র গোলাবারুদ জব্দ
প্রকাশ | ১৯ নভেম্বর ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
কুষ্টিয়ায় প্রায় কোটি টাকা মুল্যের ১ কেজি ৬শ' গ্রাম ভারতীয় কোকেন জব্দ করেছে বিজিবি। এদিকে নারায়ণগঞ্জের আড়াইহাজারের্ যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ জব্দ করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
কুষ্টিয়া প্রতিনিধি জানান, কুষ্টিয়ায় পৃথক অভিযানে প্রায় ৮০ লাখ টাকা মূল্যের ১ কেজি ৬শ' গ্রাম ভারতীয় কোকেন (মাদক) জব্দ করেছে বিজিবি। সোমবার দুপুরে কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বেলা ১১টায় কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল মিরপুর স্টেশনে রহনপুর হতে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস মেইল ট্রেনে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১ কেজি ২২০ গ্রাম ও রোববার রাতে দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী আশ্রয়ণ বিওপির একটি টহল দল ঠোটার পাড়া থেকে মালিকবিহীন অবস্থায় ৩৮০ গ্রাম সর্বমোট ১ কেজি ৬শ' গ্রাম ভারতীয় কোকেন জব্দ করে। যার আনুমানিক মূল্য ৮০ লাখ টাকা।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারের্ যাব-১১ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে। গত রোববার রাতে উপজেলার নরসিংদী-মদনগঞ্জ সড়কের লেঙ্গুরদী আবু মোহাম্মদ বদরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশের একটি ঝোপের মধ্যে থেকে অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় থেকে জব্দ করে আড়াইহাজার থানায় জমা দেওয়া হয়।
র্
যাব-১১, আদমজীনগর নারায়ণগঞ্জের পুলিশ পরিদর্শক আবু হেনা আতিকুর রহমানের লিখিত তথ্যমতে, জব্দ অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে এয়ারগান একটি, দেশি এলজি পিস্তল তিনটি, দেশি রিভলভার দুটি, বাঁট ছাড়া পাইপগান চারটি, দেশি রাইফেল একটি, পাইপগানের বিভিন্ন প্রকার ব্যারেল আটটি, পিস্তলের খালি ম্যাগাজিন ছয়টি, এয়ারগানের গুলি ৪২ রাউন্ড, এয়ারগানের স্প্রিন্টার ৮৪টি, ৩০৩ রাইফেলের গুলি ৬৩ রাউন্ড, এলিভার ৭.৬২ এম এম পিস্তল টাইপ ৭৭ এর গুলি ৬ রাউন্ড, ৭.৬২ এম এম পিস্তল টাইপ ৫৪ এর গুলি ১৬ রাউন্ড, ৭.৬২ এম এম রাইফেলের গুলি ২৮ রাউন্ড, শটগানের লেডবল কার্টুজ ১৫ রাউন্ড এবং রাবার কার্তুজ দুই রাউন্ড, স্নাইপারের গুলি সাত রাউন্ড, নমুনা বুলেট একটি, বস্ন্যাংক অ্যামোনিশন ছয় রাউন্ড ও বিভিন্ন প্রকার অস্ত্রের গুলি ২৫ রাউন্ড।র্ যাব-১১ জানায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে।