যায়যায়দিনে প্রতিবেদনের পর কুশিয়ারার কালার বাজারে দখলকৃত জলাশয়ে পাউবো'র সাইনবোর্ড

প্রকাশ | ১৯ নভেম্বর ২০২৪, ০০:০০

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার
মৌলভীবাজারের রাজনগর উপজেলার কুশিয়ারা নদী পাড়ের কালারবাজারে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জলাশয়ে ভরাটকৃত বালুর স্তূপের ওপর অবশেষে সাইনবোর্ড লাগিয়েছে সংশ্লিষ্ট কার্যালয়। গত ২৪ অক্টোবর যায়যায়দিনে 'কুশিয়ারার কালারবাজারে জলাশয় ভরাট করে স্থাপনা নির্মাণের পাঁয়তারা' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়। ওই প্রতিবেদনের পর জেলাজুড়ে আলোচনা সমালোচনা শুরু হয়। প্রতিবেদনে পাউবো'র বরাত দিয়ে বলা হয়, বহু আগে শর্ত সাপেক্ষে তিন বছরের জন্য জনগণকে বন্দোবস্ত দেওয়া হতো এখন বন্দোবস্ত দেওয়া বন্ধ রয়েছে। এদিকে যায়যায়দিনে সংবাদ প্রকাশের পর জেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে রাজনৈতিক ব্যক্তিবর্গ ওই এলাকার জরবদখলকৃত ভূমি উদ্ধার করতে জেলা প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরের প্রতি জোর দাবি জানান। এরপর মৌলভীবাজার পাউবো'র নির্বাহী প্রকৌশলীর নির্দেশনায় সরেজমিন গিয়ে দখলের সত্যতা পেলে জলাশয়ে তাদের জমি চিহ্নিত করে সাইনবোর্ড বসানো হয়। জেলা পাউবো'র নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল বলেন, 'আমাদের ভরাটকৃত জলাশয়ে সাইনবোর্ড লাগিয়েছি। বিনা অনুমতিতে কেউ যেন ব্যবহার করতে না পারে তাই সতর্ক করা হয়েছে।'