চিলমারী-রৌমারী নৌপথে নাব্য সংকটে ফেরি চলাচল বন্ধ

প্রকাশ | ১৯ নভেম্বর ২০২৪, ০০:০০

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
নাব্য সংকটের কারণে পারাপারের অপেক্ষায় থেকে গত ১১ দিনে চিলমারী নদীবন্দর থেকে ফেরত গিয়েছে ২ শতাধিক পণ্যবাহী ট্রাক। গত ৮ নভেম্বর সকাল থেকে ব্রহ্মপুত্র নদে নাব্য সংকটের কারণে ফেরি চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডবিস্নউটিসি)। এরপর থেকে পারাপারে অপেক্ষারত ট্রাকগুলো চরম ভোগান্তি নিয়ে ফেরত যায়। জানা গেছে, নভেম্বরের শুরু থেকে ব্রহ্মপুত্র নদে নাব্য সংকটের কারণে তুলনামূলক কম পরিবহণ নিয়ে ফেরি চলাচল করছিল। কিন্তু গত ৮ সেপ্টেম্বর রৌমারী ঘাট এলাকায় নাব্য সংকটের কারণে ফেরির নিচের অংশ আটকে যায়। এতে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। চিলমারী বন্দর ঘাটে আটকা পড়ে দুই শতাধিক পণ্যবাহী ট্রাক। ১ সপ্তাহ অপেক্ষার পর সেগুলো ফেরত যায়। চিলমারী-রৌমারী নৌপথে দায়িত্বরত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশনের (বিআইডবিস্নউটিসি) ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুলস্ন চৌহান জানান, দু-একদিনের মধ্যে খনন কাজ শেষ হবে। এরপর মার্কিং শেষে জানা যাবে কবে থেকে ফেরি চলবে।