বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

নবীগঞ্জে সাবেক কাউন্সিলরের ভাই ও মা বিদু্যৎস্পৃষ্টে নিহত

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
  ১৯ নভেম্বর ২০২৪, ০০:০০
নবীগঞ্জে সাবেক কাউন্সিলরের ভাই ও মা বিদু্যৎস্পৃষ্টে নিহত

হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর গয়াহরি গ্রামের বাসিন্দা প্রাণেশ দেবের মা অনিমা রানি দেব (৭৫) ও ভাই নিপেশ চন্দ্র দেব (৫৫) বিদু্যৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। সোমবার সকালে বাথরুমে গোসল করতে গিয়ে তারা বিদু্যৎস্পৃষ্ট হন। মা-ছেলের এই মর্মান্তিক মৃতু্যতে এলাকায় শোকের মাতম বিরাজ করছে।

জানা যায়, সকাল ১০টার দিকে পৌরসভার গয়াহরি গ্রামের বাসিন্দা দুর্গা চরণ দেবের স্ত্রী অনিমা রানি দেব ঘরের মধ্যে বাথরুমে গোসল করতে গিয়ে বিদু্যৎস্পৃষ্ট হন। তার চিৎকারে ছেলে নিপেশ চন্দ্র দেব ও স্বামী দুর্গা চরণ দেব ছুটে যান। এ সময় মাকে বাঁচাতে গিয়ে নিপেশ চন্দ্র দেবও বিদু্যৎস্পৃষ্ট হন। পরে অচেতন অবস্থায় মা ও ছেলেকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে হাসপাতালে আসেন সদ্য অব্যাহতিপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান শেফু, পৌর মেয়র ছাবির আহমেদ চৌধুরী, সাবেক প্যানেল মেয়র এটিএম সালাম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে