জাতীয় বিপস্নব ও সংহতি দিবস উপলক্ষে নোয়াখালী চাটখিল উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকালে চাটখিল কামিল মাদ্রাসার মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ব্যারিস্টার এএম মাহাবুব উদ্দিন খোকন। উপজেলা বিএনপির সভাপতি আবু হানিফের সভাপতিত্বে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম বিএসসি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শাজাহান রানা, যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী ভুট্টো, মহিলা দলের সভানেত্রী শারমিন রতন মুনা, যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন টিপু, উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর, সদস্য সচিব আনিস আহমেদ হানিফ, জেলা যুবদলের সদস্য আলাউদ্দিন ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ উন-নবী বাবু, উপজেলা কৃষক দলের সভাপতি তাজুল ইসলাম জমাদার, যুবদল নেতা সাইফুল আজম জগলু ও ফখরুদ্দীন ফিরোজ প্রমুখ।