পিরোজপুরের ইন্দুরকানিতে জামায়াত কর্মী হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছেন জিয়ানগর দুর্নীতি প্রতিরোধ ঐক্যপরিষদ। এ ছাড়া মেহেরপুরের গাংনী সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এক শিক্ষিকাকে লাঞ্ছিতের প্রতিবাদে দোষী শিক্ষকদের শাস্তির দাবিতে বিক্ষোভ-মিছিল করেছে শিক্ষার্থীরা, বিষখালী নদীর পশ্চিম তীরে রুহিতার চরসংলগ্ন স্থানে জেগে ওঠায় বামনাবাসী চরটি বামনা উপজলোর সম্পত্তি দাবি করে রের্কডভুক্ত করার দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
ইন্দুরকানি (পিরোজপুর) প্রতিনিধি জানান, পিরোজপুরের ইন্দুরকানিতে জামায়াত শুকুর আলী হত্যার বিচার দাবিতে রোববার সন্ধ্যায় স্থানীয় ঘোষেরহাট জিয়ানগর দুর্নীতি প্রতিরোধ ঐক্য পরিষদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের শ্রমিক কল্যাণ ফেডারেশনের জিয়ানগর উপজেলার সভাপতি ডা. মো. আব্দুল হাই এবং জিয়ানগর উপজেলার সদর ইউনিয়নের সাবেক আমির হাফেজ মোহাম্মদ আলতাফ হোসেন, ইন্দুরকানি উপজেলা শাখার প্রচার সম্পাদক মাওলানা কবির হোসেন, সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড সভাপতি মো. বাসার খান (দর্জি) ও নিহত শুকুর আলীর পিতা ও আহত ব্যক্তিরাসহ জিয়ানগর উপজেলার বিভিন্ন পেশার মানুষ।
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, মেহেরপুরের গাংনী সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু ও এক শিক্ষিকাকে লাঞ্ছিতের প্রতিবাদ এবং দোষী শিক্ষক আক্তার, মেজবাহ ও নাজমুলের শাস্তির দাবিতে বিক্ষোভ-মিছিল করেছে শিক্ষার্থীরা। সোমবার সকালে বিদ্যালয়ের সব শিক্ষার্থী বিক্ষোভ-মিছিল সহকারে উপজেলা চত্বরে সমবেত হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা বিদ্যালয়ে ফিরে যান।
বামনা (বরগুনা) প্রতিনিধি জানান, বিষখালী নদীর বামনা অংশে রুহিতার চরসংলগ্ন আর এটি নতুন চর জেগে উঠেছে গত কয়কে বছর ধরে চরটি প্রায় ৩শ' একর জমি নেিয় বষিখালীর বুকে দৃশ্যমান হয়েছে। কৃষিতে অপার সম্ভাবনাময় নতুন জেগে ওঠা এই চরটি বিষখালী নদীর পশ্চিম তীরে রুহিতার চরসংলগ্ন স্থানে জেগে ওঠায় বামনাবাসী চরটি বামনা উপজেলার সম্পত্তি দাবি করে রেকর্ডভুক্ত করার জন্য বিভিন্ন দপ্তরে দাবি জানান। এদিকে বিষখালী নদীর পূর্ব সফিপুর ও রুহিতা গ্রামের কোল ঘেঁষে জেগে ওঠা নতুন চরটি বামনা উপজলো ভূমি অফিসের রেকর্ডভুক্ত করার দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী। সোমবার সকালে উপজেলার গোলচত্বরে মানববন্ধনে বক্তব্য রাখেন বামনা উপজলো বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ রানা, যুগ্ম আহ্বায়ক ও পূর্ব সফিপুর গ্রামের বাসিন্দা এনায়তে কবির হাওলাদারসহ দুই গ্রামের নেতাকর্মী। এ ব্যপারে বামনা এসি ল্যান্ড মো. মাইনূল ইসলাম খান জানান, নদীর বুকে চর জেগে উঠলে চরটিকে সেটেলম্যান্ট কর্তৃপক্ষ সার্ভে করলে তাদরে সার্ভে শেষে জানা যাবে চরটি কোন অঞ্চলের সীমানায়। বিষখালী নদীতে জগে ওঠা নতুন চরটি এখনো সার্ভে করা হয়নি। সার্ভে শেষ হলে চরটি বামনা উপজেলার সীমানায় হলে চরটির মালিক হবে বামনা আর তখন আমরা চরটিকে নথিভুক্ত করতে পারব।